খিদিরপুরকে ৫ গোল দিয়ে সুপার সিক্স শুরু করল মহমেডান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রবিবার কলকাতা প্রিমিয়ারের সুপার সিক্সের প্রথম ম‍্যাচে খিদিরপুরের বিরুদ্ধে মহমেডান যে জিতবেই তা আগেই জানা ছিল। কারণ, এবারের যথেষ্ট শক্তিশালী খিদিরপুর দল কদিন আগেই ভেঙে গিয়েছে। দলের ১৩ জন ফুটবলার আই লিগের বিভিন্ন ক্লাবে সই করে কলকাতা ছেড়েছেন। ফলে রবিবার দল নামানোটাই সমস‍্যায় পড়ে গিয়েছিলেন খিদিরপুর স্পোর্টিংয়ের কর্তারা। জুনিয়র কিছু ছেলেদের নিয়ে কোনও রকমে দল নামিয়েম মহমেডানের সঙ্গে লড়াই করে গেল।

এদিন ম‍্যাচের শুরু থেকে কিন্তু যথেষ্ট লড়াই করল খিদিরপুরের ফুটবলাররা। প্রথমার্ধে গোলের সুযোগও পেয়ে গিয়েছিল তারা। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। বরং প্রথমার্ধটা মহমেডানকে প্রায় আটকেই দিয়েছিলেন খিদিরপুরের ফুটবলাররা। ম‍্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আঙ্গুসানা গোল করে মহমেডানকে ১-০ গোলে এগিয়ে দেন।

বড় দলের বিরুদ্ধে ভাঙাচোরা দলের ক্ষেত্রে ৯০ মিনিট ম‍্যাচ ধরে অসম্ভব। খিদিরপুরের ক্ষেত্রে সেটাই হল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট যেতে না যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন খিদিরপুর। ৬১ মিনিটে বিকাশ সিং, ৭৬ মিনিটে স‍্যামুয়েল এবং ডেভিডের ৭৮ ও ৮১ মিনিটে জোড়া গোল (একটি পেনাল্টি) মহমেডান গ‍্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়। সব মিলিয়ে সুপার সিক্সের প্রথম ম‍্যাচে ৫ গোলের জয় মহমেডান শিবিরে অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here