ইস্টবেঙ্গল – ২ (ক্লেটন)
বেঙ্গালুরু – ১ (জাভি)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠেও হারাল সুনীল ছেত্রী-রয়কৃষ্ণাদের। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুকে ২-১ গোলে হারাল স্টিফেন কনস্টানটাইনের দল। জোড়া গোল করে ম্যাচের সেরা ক্লেটন। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের এটাই ছিল ঘরের মাঠে প্রথম জয়।
ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষা, শুরু হয়েছে অতিরিক্ত সময়ের খেলা। ঠিক তখনই ফ্রি-কিকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দিলেন ক্লেটন সিলভা।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকেই টপকে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
বেঙ্গালুরু দলে আছেন সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘন, জাভিদের মতো ফুটবলার। সেই দলের বিরুদ্ধে খেলতে নেমে আক্রমণ প্রতিআক্রমণের খেলা শুরু হয়। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে জাভির হাতে বল লাগলে ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন। ম্যাচের দ্বিতীয়ার্ধে জাভিই গোল করে বেঙ্গালুরুকে সমতায় ফেরান। কিন্তু ম্যাচের ৯২ মিনিটে ফ্রিকিক থেকে জয়সূচক গোলটি করেন ক্লেটন। বছরের শেষটা ভাল জয় দিয়েই শেষ করল ইস্টবেঙ্গল।