◆ শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠকে দেবব্রত সরকার। সোমবার শিলিগুড়িতে◆
◆সন্দীপ দে◆
ক্লাবকে আর্থিক ভাবে মজবুত করতে জেলার দুয়ারে দুয়ারে ঘুরছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। আপাতত উত্তরবঙ্গকে পাখির চোখ করে অর্থ সংগ্রহর চেষ্টায় জেলার কিছু ক্লাব, কিছু সদস্য-সমর্থকদের দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার।
কদিন আগে দেবব্রত সরকার নিজে না গেলেও তাঁর পাঠানো প্রতিনিধি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টাউন ক্লাবে গিয়ে কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন। রায়গঞ্জ ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির সদস্য-সমর্থকদের সঙ্গে কথা বলে ক্রাউড ফান্ডিংয়ের সাহায্যের হাত বাড়াতে বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সূত্রের পাওয়া খবর, মূলত আর্থিক সাহায্য চায়তেই জেলার দুয়ারে দুয়ারে পৌছে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। জেলায় গিয়ে সকল সদস্য সমর্থকদের কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করছেন কর্তারা। শুধু ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেওয়ার আবেদন নয়, জেলার সমর্থকরা যাতে ক্লাব সদস্য হন তার জন্য অনুরোধ করা হচ্ছে। যেমন,রায়গঞ্জের টাউন ক্লাবে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। সদস্য হতে গেলে কত টাকা দিতে হবে সেই টাকার সংখ্যাও বলে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। যেমন, সাধারণ সদস্য পদ গ্রহণ করতে হলে ৬০ হাজার টাকা আর আজীবন সদস্য পদ নিতে হলে দিতে হবে আড়াই লক্ষ টাকা। অর্থাৎ ক্রাউড ফান্ডিং ছাড়াও সদস্য পদ করে টাকা তোলাটাই এখন ইস্টবেঙ্গল কর্তাদের মূল লক্ষ্য। কারণ, স্পনসর বা ইনভেস্টর থাকলে দল গড়া থেকে দল পরিচালনা করবে সংশ্লিষ্ট স্পনসর বা ইনভেস্টর।
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি গ্রুপ। তারা গত বছর ২০ কোটি টাকা দিয়ে দল গড়েছিল। আইএসএলে খেলা অন্য ক্লাব গুলি যেখানে ৪০ কোটি টাকার বেশি বাজেট রেখে দল গড়ে,সেখানে ইস্টবেঙ্গল মাত্র ২০ কোটি টাকা। এই মরসুমে ইমামি দলের বাজেট বাড়াবে কিনা স্পষ্ট করে সংবাদ মাধ্যমকে কিছুই জানায়নি ইমামি কর্তৃপক্ষ। তবে এবার নাকি কিছুটা বাজেট বাড়াবে। তাতেও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারবে বলে মনে করছেন না কোনও কর্তা।
দেবব্রত সরকারের এখন একটাই লক্ষ্য, এখন থেকে ক্রাউড ফান্ডিং এবং জেলায় জেলায় সমর্থকদের সদস্য পদ দিয়ে টাকা তোলা। সঙ্গে কো-স্পনসর আনা। নির্দিষ্ট আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারলে অদুর ভবিষ্যতে ইনভেস্টর ছাড়াই দল গড়বে। আর লক্ষ্যে পৌঁছতে পারলে আগের মতোই ফুটবল দল পরিচালনা করতে পারবেন ইস্টবেঙ্গল কর্তারা।
গতকাল (সোমবার) শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন দেবব্রত সরকার। ক্লাবকে স্বনির্ভর করতে জেলার দুয়ারে দুয়ারে ঘুরছেন ইস্টবেঙ্গল কর্তারা। এই ব্যাপারে শিলিগুড়ি শহরে থেকে দেবব্রত সরকার সংবাদমাধ্যমের কাছে বলেন,”ক্রাউড ফান্ডিং শুধু টাকা তোলা নয়, সদস্য-সমর্থকদের সঙ্গে যোগাযোগও বাড়বে। আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি। যে যার সামর্থ্য তেমন টাকা ক্লাবকে দিন। আমাদের এই আবেদন ধারাবাহিক ভাবে চলবে। পাশাপাশি আমরা স্পনসরও আনার চেষ্টা করব। তাতে ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্ট ও পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবে।”