ক্লাব আর সৃঞ্জয়ের মতপার্থক‍্য, বাগানে অশান্তি!

0

◆এবারের ডার্বি ম‍্যাচ দেখতে গিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেবাশিস দত্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মোহনবাগান ক্লাবের শাসকগোষ্ঠীর সঙ্গে মতপার্থক‍্যে তৈরি হল সৃঞ্জয় বসুর। সোমবার রাতে ক্লাবের সহ সচিবের এক প্রেস বিজ্ঞপ্তির বক্তব‍্যকে খন্ডন করতে গিয়ে শাসকগোষ্ঠী ও প্রাক্তন সচিবের মতপার্থক‍্য সামনে এসে গেল।

প্রসঙ্গত উল্লেখ্য, এটিকে রিমুভের দাবি নিয়ে কিছু মোহনবাগান সমর্থক সচিব দেবাশিস দত্তর দেশপ্রিয় পার্কের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। ক্লাবে বিক্ষোভ না দেখিয়ে মোহনবাগান সচিবের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনার তীব্র নিন্দা করেছে মোহনবাগান ক্লাব।

দেবাশিস দত্তর বাড়ির সামনে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ। রবিবার।

ক্লাবের পক্ষ থেকে সহসচিব সত‍্যজিৎ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘রবিবার মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানো হয়েছে, ক্লাব তার তীব্র নিন্দা করছে। আশালীন ভাষাও ব‍্যবহার করেন।মোহনবাগান ক্লাবের সচিব এবং ক্লাব-সভাপতি স্বপন সাধন বসুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ক্লাবের সঙ্গে এটিকে-র চুক্তির সময় দেবাশিস দত্ত তখন মোহনবাগানের সচিব ছিলেন না।

সৃঞ্জয় বসু

ক্লাবের বিবূতির পাল্টা বিবৃতি দিতে গিয়ে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও পাল্টা তোপ দেগেছেন। সৃঞ্জয়ও প্রেস বিজ্ঞপ্তি দিতে বলেছেন,”ক্লাব যা বলেছেন তাতে তথ‍্যগত ভুল আছে। পদত্যাগ করার আগে ফুটবল দলের নামের আগে এটিকে বসানো নিয়ে আমি ও দেবাশিস দত্ত একসঙ্গেই ইনভেস্টর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলাম। ক্লাব যদি চায়, আমি আজও যে আলোচনায় যেতে প্রস্তুত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here