ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় ব্রাজিলের,কান্নায় ভেঙে পড়লেন নেইমার

0

◆বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েছেন নেইমার◆

◆ক্রোয়েশিয়া–১ (৪)
◆ব্রাজিল – ১ (২)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মারকুইনহোসের শট পোষ্টে লাগতেই ক্রোয়েশিয়ার ফুটবলারদের দৌড়। বাঁধন হারা উল্লাস। স্তম্ভিত গ‍্যালারির হলুদ জার্সি গায়ে দর্শকরা। ততক্ষণে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার জুনিয়র। ফুটবলের দেশ ব্রাজিল এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অবিশ্বাস্য হলেও সত‍্যি। টাইব্রেকারে ২-৪ ব‍্যবধানে হেরে বিশ্বাকাপ থেকে বিদায় নিয়ে দিশাহারা কোচ টিটে থেকে ভিনিসিয়াস,নেইমাররা।

মার্কুইনহোস। পেনাল্টি নষ্ট করার পর

আর অন‍্যদিকে, হাইভোল্টেজ ম‍্যাচে দুরন্ত লড়াই করে কাতার বিশ্বকাপের সব থেকে ফেবারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার গোলরক্ষক সতীর্থদের সঙ্গে উৎসবে মেতেছেন

এদিন ম‍্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়া আক্রমণ শুরু করে। পরে ম‍্যাচের সময় যত এগিয়েছে ব্রাজিলের আক্রমণ বেড়েছে। কিন্তু ক্রোয়েশিয়ার বক্সে গিয়ে বারবার আটকে গিয়েছেন নেইমার,ভিনিসিয়াস,রডরিগেজরা। নিজেদের রক্ষণ এতটাই মজবুত রেখেছিল যে নিজেদের বক্সে ব্রাজিলীয়দের শট নেওয়ার জায়গায় দিচ্ছিলেন না ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা।
নিজেদের মধ‍্যে একাধিক পাস খেলে বটরাজিলের সাম্বা ঝড় আটকে দিচ্ছিল বার বার।

নিজেদের ঘর সামলে পাল্টা আক্রমণে উঠে গিয়েছেন ভ্লাসিচ, লোভরো, মডরিচ, ওরসিচেরা। একটা সময় ক্রোয়েশিয়াকে একাই টেনে নিয়ে যেতেন সুকের দাভের। আর এদিন মডরিচ দেখালেন কিভাবে দলটাকে ট‍্যাকটিক‍্যাল খেলে হেবিওয়েট ব্রাজিলের সঙ্গে লড়াই করতে হয়। এক কথায় মডরিচ অনবদ‍্য। অনবদ‍্য লড়াই ক্রোয়েশিয়ার।

বিদায়। হতাশ ব্রাজিলের ফুটবলাররা

নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে পারেনি। শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। ১০৭ মিনিটে বুদ্ধিদীপ্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ক্রোয়েশিয়ার মজবুত ডিফেন্স ভেঙে নেইমার ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচের মাথার উপর দিয়ে বল গোলে ঠেলতে ভুল করেননি নেইমার। ম‍্যাচ যখন চার মিনিট বাকি তখন ব্রাজিল ১-০ গোলে এগিয়ে। ঠিক তখনই চমৎকার গোল ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেটকোভিচ।

ম‍্যাচের অন‍্যতম নায়ক মডরিচ

টাইব্রেকারে শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। রডরিগোর শট আটকেদিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। পরে ব্রাজিল দুটি গোল করে। কিন্তু ক্রোয়েশিয়া চারটি গোল করলেও ব্রাজিলের মার্কুইনহোসের শট পোষ্টে লাগতেই সব শেষ। বিদায় ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here