◆CSJC বার্ষিক স্যুভেনির প্রকাশ অনুষ্ঠানে জয়দীপ কর্মকার,কুন্তল রায়,অভিষেক ডালমিয়া এবং বানিয়ন ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী। বুধবার CSJC তাঁবুতে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ক্রীড়া সাংবাদিকদের বীমা ও ডাক্তারি পরীক্ষা -নিরীক্ষা ব্যবস্থপনায় এগিয়ে এল CSJC (ক্যালকাটা স্পোটর্স জার্নালিস্টস ক্লাব)। বুধবার বিকেলে CSJC এর বার্ষিক স্যুভেনির প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করেন CSJC সভাপতি সুভেন রাহা। তিনি বলেন,CSJC সদস্য তো বটেই,যারা সদস্য নয় তারাও একই সুবিধা পাবেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স কোচ ‘দ্রোণাচার্য’ কুন্তল রায়, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার,সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, বানিয়ন ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী এবং অ্যাপেলো ক্লিনিকের দুই প্রতিনিধি। ক্রীড়া সাংবাদিকদের জন্য অ্যাপেলো ক্লিনিক কর্তৃপক্ষ বিশেষ ছাড় দিয়ে স্বাস্থবিষয়ক যাবতীয় পরীক্ষার ব্যবস্থা রাখছে। অ্যাপেলো ক্লিনিকের প্রতিনিধিরা জানান,যাবতীয় সুযোগ সুবিধা ক্রীড়া সাংবাদিকরা পাবেন। একই সঙ্গে সকল ক্রীড়া সাংবাদিকদের বীমার ব্যবস্থাও করছে CSJC কর্তৃপক্ষ।
স্যুভেনির বই প্রকাশ অনুষ্ঠানেই বানিয়ন ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী বলেন,”বিপদ কখন আসবে কেউ জানে না। তাই আর দেরি না করে ক্রীড়া সাংবাদিকদের বীমার কাজ এখন থেকেই শুরু হোক। আমি আগের মতোই সব সময় CSJC-এর পাশে থাকব।” প্রসঙ্গত উল্লেখ্য, এই বানিয়ান ট্রি গ্রুপ CSJC -এর তাঁবুকে খোলনোলচে পাল্টে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। বীমা প্রসঙ্গে প্রবীরবাবুর এই বক্তব্য শোনার পরই অভিষেক ডালমিয়া এই প্রকল্পর প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি এই প্রকল্পে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। আগের মতোই CSJC এর পাশে আছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও।