ক্রীড়াক্ষেত্রে বাজেট : কমল ২৩০ কোটি টাকা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ক্রীড়াক্ষেত্রে বাজেটে কাটছাঁট । আগামী অর্থবর্ষে কমল ২৩০.৭৮ কোটি টাকা। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থবর্ষের জন‍্য ২৫৯৬.১৪ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। গতবছর ভারতের ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল ২৮২৬.৯২ কোটি টাকা। যা গতবারের থেকে`৩০.৭৮ কোটি টাকা কম।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) বরাদ্দ বেড়েছে। গতবছর SAI -এর বরাদ্দ ছিল ৫০০ কোটি টাকা। এবার বেড়ে হল ৬৬০.৪১ কোটি টাকা। একই সঙ্গে আসন্ন অলিম্পিকের কথা মাথায় রেখে জাতীয় ক্রীড়া ফেডারেশনের জন‍্য বরাদ্দ ৩৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন অর্থবর্ষের জন‍্য ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর ছিল ২৪৫ কোটি টাকা।

তবে ‘খেলো ইন্ডিয়া ‘-র বাজেট কমানো হয়েছে। গত বছর ছিল ৮৯০.৪২ কোটি টাকা। এবার তা কমে বরাদ্দ করা হয়েছে ৬৫৭.৭১ কোটি টাকা। একই সঙ্গে ২০১০ ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের স্টেডিয়ামের রক্ষনাবেক্ষনের খরচ কমানো হল। এই সব স্টেডিয়ামের রক্ষনাবেক্ষনের জন‍্য বরাদ্দ ছিল ৬৬ কোটি টাকা। এবার তা কমিয়ে বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here