কোয়েসের করে যাওয়া পাপ বহন করে চলেছি : দেবব্রত সরকার

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ৯ ফুটবলারের বকেয়া মামলায় ফিফা নির্বাসনে পাঠিয়েছে ইস্টবেঙ্গলকে। টাকা না মেটালে ইস্টবেঙ্গল কোনও জাতীয় ফুটবলারকে সই করাতে পারবে না। এই খবরের সত‍্যতা স্বীকার করেছেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে পাঠানো এক অডিও বার্তায় দেবব্রত সরকার বলেছেন, “ফিফার ট্রান্সফার ব‍্যান্ড সম্পর্কে যা খবর সংবাদ মাধ‍্যমে বেড়িয়েছে তা নিয়ে সকালেই শ্রী সিমেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। ঘটনাটি সত্য। কোয়েসের করে যাওয়া পাপ আমরা বহন করে চলেছি। ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। কোয়েস একতরফা টার্মিনেট করেছিল। একতরফা টার্মিনেশন না ফিফা মান্যতা দিচ্ছে না এআইএফএফ। আমরা উদ্বিগ্ন।”

এই ঘটনা যে ঘটবে তা জানাই ছিল। একমাস আগেও ইস্টবেঙ্গল ক্লাবকে ফিফা সতর্ক করেছিল। অদ্ভুৎ ভাবে এই বিষয়টা নিয়ে নীরব ছিলেন কর্তারা। ক্লাব কর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন‍্য লাল-হলুদ সদস‍্য-সমর্থকরা ক্ষুব্ধ। ইস্টেবঙ্গলের মতো ক্লাব এমন অপেশাদার মনোভাব নিয়ে কিভাবে চলতে পারে? দল কিভাবে গড়া হবে? এই ফুটবলারদে বকেয়া টাকা কে দেবে সেটাও একটা বড় চিন্তা।

ক্লাবের বর্তমান লগ্নিকারীরা ইতিমধ্যে জানিয়েছে চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর না করলে তারাও বিচ্ছেদের পথে হাঁটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here