ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ম্যাচের টিকিট বন্টনে ‘কোটা’র কমপ্লিমেন্টারি টিকিট বন্ধ করার পক্ষে সওয়াল করলেন IFA সচিব অনির্বান দত্ত। বুধবার পার্ক স্ট্রিটের এক পাঁচতারা হোটেলে IFA এর AGM এ এক কর্তার প্রশ্নের জবাবে অনির্বান বলেন, “IFA – এর স্বার্থে ক্লাবগুলিকে ম্যাচের টিকিট কিনে খেলা দেখা উচিত। গত ডার্বি ম্যাচেও আমরা ক্লাবগুলির জন্য প্রাইস টিকিট দিয়েছিলাম। এতে IFA -এরও লাভ। ক্লাব সদস্য যদি শুধু ফ্রি টিকিট নিয়ে ম্যাচ দেখতে চাওয়ার প্রত্যাশা করে তাহলে সাধারণ ফুটবল প্রেমীদের টিকিট কেটে মাঠে আসতে বলি কি করে। টিকিট কিনে খেলা দেখুন। তবে হ্যাঁ কিছু কমপ্লিমেন্টারি টিকিটের ব্যবস্থা রাখতেই হবে। যাঁরা আমাদের অতিথি, তাঁদেরকে কমপ্লিমেন্টারি টিকিট দিয়ে আমন্ত্রণ জানাতে হবে। সেই সঙ্গে ক্লাবকর্তাদের সম্মান জানিয়ে কম সংখ্যায় কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া যেতে পারে। কিন্তু আমার অনুরোধ যত বেশি টিকিট কিনে ম্যাচ দেখুন।”
অনির্বানের এই প্রস্তাবকে সমর্থন করে IFA সভাপতি অজিত ব্যানার্জি বলেন,”আগে যুবভারতীতে এক লাখের উপর আসন ছিল। এখন বাকেট চেয়ার বসানোয় ৬৮ হাজার আসন। যে কোনও ম্যাচে সিকিউরিটির কারণে টিকিট ছাড়া হয় ৬২ হাজার। কাজেই আমাদের যুগোপযোগী হয়ে এই ‘কোটা’র কমপ্লিমেন্টারি টিকিট বন্টন বন্ধ করতেই হবে।”
সচিব ও সভাপতির এই কমপ্লিমেন্টারি টিকিট বন্টন ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাবকে সমর্থন করছেন? এই প্রশ্নে IFA চেয়ারম্যান সুব্রত দত্তও সহমত প্রকাশ করে বলেন,”অবশ্যই এই ‘কোটা’র কমপ্লিমেন্টারি টিকিট বন্টন বন্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, আমাদের বহু প্রাক্তন ফুটবলার থেকে বিশেষ অতিথি আছেন। তাঁদের সম্মান জানিয়ে কমপ্লিমেন্টারি ভিভিআইপি টিকিট দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে।” এদিন IFA সচিবের এই প্রস্তাবে এজিএমের উপস্থিত সদস্যরা কার্যত মেনেই নিয়েছেন।
ISL বা ডুরান্ড কর্তৃপক্ষ ম্যাচের টিকিট হয়তো কমপ্লিমেন্টারি টিকিট দিয়ে থাকে। সেই টিকিট ক্লাবগুলিকে বিনামূল্যেই দেওয়া হবে। তবে IFA এর ম্যাচের টিকিট ক্লাবগুলিকে টাকা দিয়ে কিনে নিতে হবে। প্রসঙ্গত, কলকাতা লিগের বড় ম্যাচের টিকিট এবার ক্লাবগুলিকে প্রাইস টিকিট দেওয়া হয়েছিল।
এতদিন রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার IFA -এর AGM অনুষ্ঠিত হত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সুবর্নবনীক হলে। এই প্রথম শহরের কোনও পাঁচতারা হোটেলে AGM অনুষ্ঠিত হল। এছাড়াও নতুনত্ব হল, ঝকঝকে অডিও ভিসিউয়ালের মধ্যে দিয়ে বছরের কার্যকারিতা তুলে ধরলেন IFA সচিব। ১৩১ তম বার্ষিক সাধারণ সভায় গত আর্থিক বছরে আয় ব্যয়ের হিসেব অনুমোদিত হয়। সম্প্রতি নব নির্বাচিত IFA – এর গভর্নিং বডির সদস্যদের পরিচয় করানো হয় এই সভায়।IFA – এর পদধিকারীরা ছাড়াও সকল ক্লাব ও জেলা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন রেফারি সংস্থা ও অফিস স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধিও। তবে এই সভায় দেখা যায়নি কলকাতার তিন প্রধান ক্লাবের কোনও কর্তাকে।