কে লিখেছে,আমি জানি না,দুর্ভাগ‍্যজনক : জয়দীপ

0

◆সন্দীপ দে◆

বাংলার সামগ্রিক ফুটবল উন্নয়নের ক্ষেত্রে উইকিপিডিয়ায় আইএফএ-এর প্রাক্তন সচিবদের উল্লেখ নেই। নাম আছে শুধু বর্তমান সচিব জয়দীপ মুখার্জির। এই মর্মে মঙ্গলবার “ইনসাইড স্পোর্টস”এ প্রতিবেদন প্রকাশ হতেই বাংলার ফুটবল মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয় নিয়ে মুখ খুললেন আইএফএ-এর বর্তমান সচিব জয়দীপ মুখার্জি। মঙ্গলবার বিকেলে আইএফএ দফতরের কনফারেন্স রুমে সহ সভাপতি পার্থসারথী গাঙ্গুলি,তিন সহ সচিব শুভাশিস সরকার,সুফল গিরি ও রাকেশ ঝাঁকে পাশে নিয়ে আইএফএ-এর ইতিহাসে ভুল তথ‍্য নিয়ে সব প্রশ্নর উত্তর দিলেন জয়দীপ মুখার্জি।

প্রশ্ন : উইকিপিডিয়ায় শুধু আপনার নাম! কি করে সম্ভব?

জয়দীপ মুখার্জি : সত‍্যি কথা বলতে,উইকিপিডিয়া কি সেটা আমার কাছে পরিস্কার নয়। শুনেছি আছে।

প্রশ্ন : কি বলছেন? আপনি নিজেই আইএফএ-এর নানান কর্মসূচি ডিজিটাল মাধ‍্যমে মার্কেটিং করছেন। ঠিক কাজই করছেন। আর আপনিই উইকিপিডিয়া জানেন না এটা বিশ্বাস করা যায়?

জয়দীপ মুখার্জি : আছে জানি,কিন্তু আমি পরিস্কার করে বলতে পারবো না। আমাদের ৩০৯ টি উইনিট আছে। তাদের ফোন করে উইকিপিডিয়ায় কি লেখা হয়েছে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারবে না। এটা আমি জোর গলায় বলতে পারি। (জয়দীপের কথা শেষ হতে না হতেই সহ সচিব শুভাশিস সরকার বলে উঠলেন, “আমাদের অধিকাংশ ক্লাবের ইমেল নেই। আর উইকিপিডিয়া খায় না গায়ে মাখে সেটাই জানে না”। সঙ্গে সঙ্গে আর এক সহসচিব সুফল গিরি বলে উঠলেন,”ইমেল আছে। না হলে ক্লাবগুলি সিআরএস করছে করতে পারতো না”। )

প্রশ্ন : তার মানে আপনারা উইকিপিডিয়ায় এই তথ‍্য দেননি?অথবা উইকিপিডিয়ার রিসার্চ টিম আসেনি।

জয়দীপ মুখার্জি : আমাদের লেখার প্রশ্নই আসে না। আর উইকিপিডিয়ার কোনও রিসার্চ টিম আইএফএতে আসেনি,কথাও বলেনি।

প্রশ্ন : কিন্তু তরুন প্রজন্মর কাছে আইএফএ-র ইতিহাস নিয়ে ভুল তথ‍্য যাচ্ছে। এখন আর সেইভাবে লাইব্রেরী যায় না। নেট দুনিয়ায় এখন সব। সেটা তো মানবেন? একটা সময় আপনিও কিন্তু ডিজিটাল মাধ‍্যমকে গুরুত্ব দিতেন না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনিও আইএফএ-র প্রসার ও প্রচারের জন‍্য ডিজিটাল মাধ‍্যমকেই ব‍্যবহার করছেন।

জয়দীপ মুখার্জি : একদম ঠিক সন্দীপ। ডিজিটাল মাধ‍্যম এখন বিশাল বড় প্লাটফর্ম। তবে তোমাকে জানিয়ে রাখি,আইএফএ-এর ইতিহাস নিয়ে উইকিপিডিয়ায় যে ভাবে লেখা হয়েছে সেই ব‍্যাপারে আমি কিছুই জানি না। কে লিখেছে জানি না। আমি তোমার প্রতিবেদনটা দেখার পর আমাদের সব‍্যসাচীকে জিজ্ঞাসা করেছি। ও কিছুই বলতে পারেনি। আমাদের যেমন ফেসবুকে পেজ আছে। “কিক অফ” আছে। সেখানে কিছু ভুল লিখলে আমি বলতে পারি। অথবা কোনও কাগজে ভুল কিছু প্রকাশ হলে বলার জায়গা থাকে। উইকিপিডিয়ায় কে লিখেছে জানি না। কাকে যোগাযোগ করা যায় জানি না। তবে বিষয়টা দুর্ভাগ্যজনক।

প্রশ্ন : আমরা খোঁজ নিয়ে জেনেছি,শুরুর দিকে উইকিপিডিয়ায় গিয়ে যে কেউ এডিট করতে পারতো। এখন সেটা আর হয় না। লগ-ইন করেই তবেই এডিট সম্ভব। সবাই তো আর লগ-ইন করতে পারবে না। তার জন‍্য পাসওয়ার্ড লাগে। তাছাড়া উইকিপিডিয়ায় এমন মারাত্বক ভুল তথ‍্য থাকছে, সচিব হিসেবে আপনি তো এড়িয়ে যেতে পারেন না।

জয়দীপ মুখার্জি : সেটা ঠিক। আমরা অফিস বেয়ারার ও গর্ভনিং বডির সভায় এই বিষয়টি গুরুত্ব দিয়েই আলোচনা করব। আসলে অনেক সমস‍্যা আছে। মেটানোর চেষ্টা করছি। আমি সচিব হয়ে আসার পর দেখলাম আমাদের লোগোর ট্রেড মার্ক,রেজিস্ট্রেশন কিছুই ছিল না। সেটা করেছি। আমাদের আর্থিক অবস্থা তো তুমি জানোই। তার মধ‍্যেও আমাদের এই ডিজিটালি আরও ভাল ভাবে করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আমরা একজন বিশেষজ্ঞ রাখার চেষ্টা করব।

প্রশ্ন : তাহলে কি তরুন প্রজন্ম অদুর ভবিষ্যতে আইএফএ-র সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে?

জয়দীপ মুখার্জি : আমাদের অনেক গুরুত্ব দিয়ে বিষয়টা দেখতে হবে। অতীত না থাকলে বর্তমানের অস্তিত্ব থাকে না। অতীতই বর্তমানের গর্ব,অহঙ্কার। পূর্বসূরিদের কাজ দেখেই আমরা অনুপ্রাণিত হই। আমি এম দত্ত রায়,বিশ্বনাথ দত্ত,অশোক ঘোষ,প্রদ‍্যোৎ দত্তদের কাজের কথা শুনেছি। ওঁনাদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। তবে বাপীদাকে (সুব্রত দত্ত) কাছ থেকে দেখছি। সন্দীপ,তুমি খুব ভাল করেই জানো যে,আমার ময়দানের গুরু হচ্ছেন বাপীদা। তিনিও ফুটবল নিয়ে ভাল কাজ করেছেন আর এখনও করছেন। তাঁরও নাম নেই। আমি যদি করতাম তাহলে কি বাপীদার নাম বাদ দিতে পারতাম? উইকিপিডিয়ায় যেভাবে ভুল তথ‍্য দেওয়া হয়েছে তা দুর্ভাগ্যজনক। এবং যারা এই কাজটা করেছে তারা মুর্খের স্বর্গে বাস করে। আবার বলছি আমরা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here