◆বরনগরের দুই গোলদাতা সৌমিক ও কেশব (হ্যাটট্রিক)◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পর পর তিন ম্যাচে জয় বরনগর শিবশঙ্কর এসসির। লিগের প্রথম ম্যাচে হারার পর বাকি তিন ম্যাচে জয় পেয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ভাল জায়গায় বরনগর। শুক্রবার কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের খেলায় টাউন মাঠে বরনগর শিবশঙ্কর এসসি ৪-১ গোলে হারাল ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাবকে। কাদা মাঠেও দুর্দান্ত হ্যাটট্রিক করলেন কেশব কুমার সাউ। ওপর গোলদাতা সৌমিক দাস। এদিন লিগে আরও একটি হ্যাটট্রিক হয়। চতুর্থ ডিভিশনের পাইকপাড়া স্পোর্টিংয়ের অপু ঘড়ুই হ্যাটট্রিক করেন। মূলত তাঁর করা গোলেই পাইকপাড়া স্পোর্টিং ৩-০ গোলে হারাল সেন্ট্রাল ক্যালকাটাকে।
এদিন পঞ্চম ডিভিশনের ‘এ’গ্রুপের অপর খেলায় ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ২-১ গোলে হারাল ফেডারেশন ক্লাবকে। ওল্ড ফ্রেন্ডসের হয়ে গোল করেছেন মহম্মদ রিয়াজুন হুসেন ও আর্বাজ আলি। ফেডারেশনের হয়ে আত্মঘাতী গোল করেছেন সৈকত ঘোষ। সারদাচরণ অ্যাথলেটিক ক্লাব ও ইন্ডিয়া ক্লাব ২-২ ম্যাচ ড্র হয়। সারদার গোলদাতা রক্তিম রায় ও কৃষ্ণেন্দু মাঝি। ইন্ডিয়া ক্লাবের হয়ে দুটি গোল করেছেন অভিজিৎ নস্কর। আরিয়ান প্রসাদের করা গোলে ক্যালকাটা অ্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারাল বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে।
এদিন দ্বিতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে রাজস্থান ক্লাব ২-০ গোলে হারাল নর্থ এন্টালি ইউটিএসকে। রাজস্থানের হয়ে দুটি গোল করেছেন সোনাল চক্রবর্তী। এদিকে, হাইকোর্ট মাঠে এই গ্রুপের অপর ম্যাচ ছিল জানবাজার এসি ও টাউন ক্লাবের মধ্যে। বৃষ্টির জন্য মাঠ খেলার উপযুক্ত নয় বলে টাউন কর্তারা আবেদন করায় ম্যাচ পরিত্যক্ত হয়।