কেরিয়ার শেষ করার চেষ্টা! উদয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রেফারি তন্ময়ের

0

◆উদয়ন হালদার ও তন্ময় ধর◆

◆সন্দীপ দে◆

প্রতিভাবান ন‍্যাশনাল এলিট রেফারি তন্ময় ধরের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন CRA (কলকাতা রেফারিজ অ‍্যাসোসিয়েশন) সচিব উদয়ন হালদার? গুঞ্জন নয়। জল্পনা, কল্পনাও নয়। উদয়নের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রেফারি তন্ময় ধর। মুখে নয়, দুই পাতার চিঠি লিখে CRA সভাপতি ভোলা দত্তকে এমন চাঞ্চল‍্যকর অভিযোগ করেছেন তন্ময়। তাঁর দুই পাতার অভিযোগ পত্রের ছত্রে ছত্রে উদয়নের বিরুদ্ধে অভিযোগ। সুবিচার চেয়ে CRA সভাপতির কাছে আকুতি তন্ময়ের।

খবরটা ‘ইনসাইড স্পোর্টস’-এর কাছে পৌছতেই রেফারি তন্ময়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার কোনও কিছুই গোপন করেননি। বরং তন্ময় বলেন,”আমার কেরিয়ার বাঁচানোর জন‍্যই আমি সভাপতিকে চিঠি দিয়ে সব জানিয়েছি। উদয়নদা কি ভাবে আমার কেরিয়ার শেষ করার চেষ্টা করেছেন তার সবটাই আমাদের অ‍্যাসোসিয়েশনের সভাপতিকে জানিয়েছি।”

আই লিগ খেলার আগে তন্ময় ধর (ফাইল ছবি)

অভিযোগ,তন্ময় যাতে আই লিগ,আইএসএল বা ডুরান্ডে ম‍্যাচে পোস্টিং না পায়, তার চেষ্টা করে আসছিলেন CRA সচিব উদয়ন হালদার। এই তথ‍্য নাকি অল ইন্ডিয়া রেফারিজ বোর্ডের এক সদস‍্যর কাছে শুনেছিলেন তন্ময়। সেটা শুনে দূঃখ করে একদিন উদয়নের কাছে বলেও ছিলেন তন্ময়। এমন অভিযোগ শুনে অস্বস্তিতে পড়েছিলেন উদয়নও। তন্ময়য়ের ‘সোর্স’ যে মিথ‍্যে বলছে তা প্রমাণ করার জন‍্য তন্ময়কে মোবাইল ফোনে কনফারেন্সে নিয়ে মাইকেল অ‍্যান্ড্রুজকে ফোনে কথা বলতে গিয়েই উদয়নের সব চালাকি শেষ। প্রসঙ্গত উল্লেখ্য, অ‍্যান্ড্রুজের সঙ্গে উদয়নের ফোনালাপের অডিও প্রকাশ‍্যে এসে গিয়েছে। CRA এর সকল রেফারিদের মোবাইলে,মোবাইলে এই অডিও ঘুরছে। এই ফোনালাপ অডিও পৌঁছে গিয়েছে ‘ইনসাইড স্পোর্টস’-এর কাছেও। সেই ঘটনার পরেই উদয়নের বিরুদ্ধে চিঠি লিখে CRA সভাপতি ভোলা দত্তর কাছে জমা দিয়েছেন রেফারি তন্ময়।

CRA তাঁবুতে ফেডারেশন সভাপতি কল‍্যাণ চৌবেকে সংবর্ধনা দিচ্ছেন উদয়ন হালদার

সেই ফোনালাপে কি ছিল? অ‍্যান্ড্রুজ ভদ্রলোকটিই বা কে? অল ইন্ডিয়া রেফারিজ বোর্ডের চেয়ারম্যান হলেন কেরালার এই মাইকেল অ‍্যান্ড্রুজ। আর এই বোর্ডের নর্থ-ইস্ট জোনের প্রতিনিধি হলেন উদয়ন হালদার। (যদিও কয়েকদিন হল এই কমিটিও ভেঙে দেওয়া হয়েছে) তন্ময়ের দাবি, উদয়নের সঙ্গে এক ফোনালাপে তন্ময়কে বলতে থাকেন, ‘আমি নাকি তোর ব‍্যাপারে কিছুই বলি না,সহযোগিতা করি না। তুই ফোনে থাক। কোনও কথা বলবি না। শুধু শুনবি।’ বলেই মাইকেল অ‍্যান্ড্রুজকে ফোন করেন উদয়ন। ফোন করেই উদয়ন বলতে থাকেন,”স‍্যার,এবারের আই লিগ,আইএসএলের প‍্যানেল পাঠিয়ে দিন।” মাইকেল তখন বলেন, তিনি পাঠিয়েছেন। উদয়ন তখন বলেন, মেল- এ কোনও সমস‍্যার জন‍্য পায়নি। আর একবার পাঠানোর জন‍্য অনুরোধ করেন। তারপরেই উদয়ন বলতে থাকেন,”স‍্যার, একটা অনুরোধ ছিল। আইলিগ,আইএসএল প‍্যানেলে আমাদের রাজ‍্যের সিনিয়র রেফারি তন্ময় ধরের ব‍্যাপারটা দেখুন স‍্যার।” উদয়নকে কথা শেষ করতে না দিয়েই মাইকেল অ‍্যান্ড্রুজ বলতে থাকেন,”আরে আপনিই তো এতদিন ধরে বলে আসছিলেন ওকে(তন্ময়)কে বার করে দিতে। আর এখন বলছেন ঢুকিয়ে নিতে। আপনিই বলেছিলেন, ওর ব‍্যবহার খারাপ। আনরেজিস্ট্রার ম‍্যাচ খেলায়। ও (তন্ময়) আমাকে ফোন করেছিল। আপনি ওর সম্পর্কে যে অভিযোগ করেছিলেন সেগুলোই ওকে বলেছি। বলেছি তোমার রাজ‍্য থেকেই তোমার নামে অনেক অভিযোগ এসেছে। আমি আপনার নাম ওকে বলিনি।” মাইকেলের এই কথা শুনে উদয়ন তখন থতমত খেয়ে কোনও রকমে বলেন,”দেখিয় দেখিয়ে….।”

ফিটনেস থাকাটা জরুরি জেনেই নিয়মিত নিজেকে তৈরি রাখেন তন্ময়

মাইকেলের এই কথা শুনে তন্ময়ের কাছে পুরো ঘটনা জলের মতো পরিস্কার হয়ে যায়। তারপর কালবিলম্ব না করে উদয়নের বিরুদ্ধে চিঠি লিখে সব জানান তন্ময়।

তন্ময় ধর দীর্ঘদিন ধরে আইএসএল ও আই লিগ ম‍্যাচ খেলিয়ে আসছেন। কিন্তু উদয়ন ক্ষমতায় আসার পর অনেক চক্রান্ত করে প‍্যানেল থেকে আউট করার চেষ্টা শুরু করেছেন। এমনটাই দাবি তন্ময়ের। এই ফোনালাপ ছাড়াও উদয়ন কি ভাবে তাঁকে ‘জব্দ’ করছেন তার বিবরণও ভোলা দত্তকে লেখা চিঠিতে আছে। তন্ময়ের সেই সংক্ষিপ্ত বিবরণ তুলে দেওয়া হল।

(১) ২০২১ সালের লিগে মহমেডান ও টালিগঞ্জের ম‍্যাচে পেনাল্টি বিতর্ক নিয়ে বিরাট হৈচৈ হয়েছিল। আইএফএ-এর ত‍ৎকালীন সচিব জয়দীপ মুখার্জি জরুরি বৈঠক ডেকেছিলেন। সেই ম‍্যাচের শেষে উদয়নদা আমার পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তকে বাহবা জানিয়েছিলেন। সেই ম‍্যাচে অ‍্যাসেসর ছিলেন উদয়নদা। কিন্তু আইএফএতে যে রিপোর্ট উদয়নদা দিয়েছেন তা একেবারেই উল্টো। তার প্রমাণও আমি পেয়েছি।

চলতি বছরে লিগের আগে রেফারিদের জার্সি উন্মোচন অনুষ্ঠান

(২) গত বছর লিগের বিএসএস ম‍্যাচে সময় মতো পৌঁছতে পারিনি। দেরি হবে এটা আগাম জানিয়েও দিয়েছিলাম। কিন্তু তারপর থেকে প্রায় ১৫ দিনের বেশি লিগের কোনও ম‍্যাচ দেওয়া হয়নি। কেন ম‍্যাচ দেওয়া হচ্ছে তা জিজ্ঞাসা করলে তখন বলা হয়,আমাকে শোকজ করা হয়েছে। আশ্চর্যের বিষয় তখনও আমার কাছে কোনও শোকজের চিঠি পৌঁছয়নি।

(৩) ডুরান্ডে ম‍্যাচ খেলাতে হলে কলকাতা লিগে কম ম‍্যাচ খেলানো চলবে না। সেক্ষেত্রে CRA.IFA বা কোনও কমিটির কিছু করার থাকবে না। এটাই বলেছিলেন উদয়নদা। অথচ খুব কম ম‍্যাচ খেলিয়ে প্রতীক মন্ডল বা সহযোগী রেফারিরা কি করে ডুরান্ড পোষ্টিং পায়? আমার ক্ষেত্রে পোষ্টিং হল না কেন?

(৪) চলতি বছরে সোনারপুরে একটা কোর্সের আয়োজন করেছিল CRA সংস্থা। সেখানে ফিটনেস পরীক্ষারও ব‍্যাপার ছিল। একটা স্কুলে আমার নতুন চাকরি পেয়েছি। তিন দিন যেতে পারবো না। দুই দিন যাবো।এটাই বলেছিলাম। উদয়নদা বলেন,তিন দিন যোগ দিতে না পারলে কোর্সে অংশগ্রহণই করতে দেবেন না। অথচ স্নিগ্ধা মন্ডল,অসিত সরকার অংশগ্রহণ না করে কি করে ফিটনেসে অ‍্যালাও হল? প্রতীক মন্ডল কোনও ফিটনেসে না নেমেও অ‍্যালাও হয়ে গেল। অথচ আমার ক্ষেত্রেই শুধু বিধিনিষেধ।

সাহসী তন্ময়

এমন সব অভিযোগ করেছেন তন্ময়। তিনি ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”আমাদের সংস্থার সচিব মানে তো অভিভাবক। তাঁর চোখে সবাই সমান। যার যা যোগ‍্যতা আছে, সে সেইরকম ম‍্যাচ পাবে। সেটা কিন্তু উদয়নদা করেননি। আমার কেরিয়ারটা শেষ করার জন‍্য উঠেপড়ে লেগে আছেন। কেন এমন করলেন আজও আম জানি না। আমি তাঁর ইয়েস ম‍্যান হতে পারিনি বলেই কি আমার সঙ্গে এমন চক্রান্ত করেছেন? ইন্ডিয়া রেফারি বোর্ডে আমার সম্পর্কে যা নই তাই বলে এসেছেন। এই সব উল্টো পাল্টা বলে আমাকে আটকেছেন উদয়নদা। সেদিনের ফোনে মাইকেল স‍্যারের কথা নিজের কানে শুনেছি। এরপরও বিশ্বাস করব,উদয়নদা চক্রান্ত করেননি?

যার বিরুদ্ধে এত অভিযোগ সেই CRA সচিব উদয়ন হালদারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার প্রতিক্রিয়া জানতে চায়লে “ইনসাইড স্পোর্টস”কে তিনি বলেন,”ফোন কল নিয়ে আমি কিছু বলতে চাই না। একটু অপেক্ষা করুন। সময় মতো সব বলব।”
ফোন কল ছাড়াও তো আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করে সভাপতিকে চিঠি দিয়েছেন তন্ময়। আপনার কি কিছুই বলার নেই? উদয়ন বলতে থাকেন,”আপনি যেটা ভাল বুঝবেন লিখবেন। সময় হলে সব বলব।” প্রসঙ্গত,এই মুহূর্তে CRA-এর অন্দরমহলে যা পরিস্থিতি ডার্বি ম‍্যাচের উত্তেজনাকেও হার মানাবে। অভিযোগ প্রমাণ করতে পারবেন তো তন্ময়? আর সব অভিযোগ প্রমাণ হয়ে গেলে উদয়ন হালদার যে ‘লাল কার্ড’ দেখবেন তা এখনই বলে দেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here