◆হায়দরাবাদ–১ (৪) (সাহিল)
◆কেরালা ব্লাস্টার্স–১ (২) (রাহুল কেপি)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তিন তিনবার আইএসএলের ফাইনালে পৌঁছেও আইএসএল খেতাব অধরাই থেকে গেল কেরলের। রবিবার আইএসএলের ফাইনালে টাইব্রেকারে কেরলকে হারিয়ে প্রথমবার খেতাব জিতল হায়দরাবাদ।
খেলার ৬৮ মিনিটে রাহুল কেপির গোলে এগিয়ে যায় কেরাল। ৮৮ মিনিটে সাহিল সায়দরাবা গোল করে হায়দরাদকে সমতা ফেরান। ম্যাচের অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কেরল,হায়দরাবাদ। অবশেষে টাইব্রেকারে দু-দুটি শট বাঁচিয়ে হায়দরাবাদকে খেতাব এনে দেন কাট্টুমনি।