ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কলকাতা ফিরছে শতাব্দী প্রাচীন এরিয়ান ক্লাব। শনিবার রায়গঞ্জের জুবিলি ময়দানে বৈদ্যবাটি এফসিকে টাইব্রেকারে হারিয়ে এবারের কুলদাকান্ত শিল্ড জিতল এরিয়ান। এদিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। শেষ পযর্ন্ত টাইব্রেকারে ম্যাচের মীমাংসা হয়। ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হল এরিয়ান।
এই টুর্নামেন্টে এবার অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের বেঙ্গল ফুটবল একাডেমি। অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের নিয়ে কুলদাকান্ত শিল্ডে অংশ নিয়েছিল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি (বিএফএ)। সেমিফাইনালে এরিয়ানের কাছে হারলেও টুর্নামেন্টে প্রশংসা পেয়েছে বিএফএ-এর ফুটবলাররা। রায়গঞ্জ যেতে না পারলেও বিএফএ-চিফ কোচ অনন্ত ঘোষ জানান,কুলদাকান্ত শিল্ডে দশ হাজার দর্শকের সামনে ছেলেরা খেলেছে। ফাইনালে পৌঁছতে না আরলেও ছেলেরা ভাল খেলেছে। এই ধরনের টুর্নামেন্টে খেলতে পারলে ছেলেরা পরিণত হবে।
প্রতি বছরের মতো শনিবার ফাইনালেও মাঠে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। ফাইনালে প্রধান অতিথি ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত দীপক মন্ডল বলেন,”আমি গত বছরেও ফাইনালে এসেছিলাম। এই কুলদাকান্ত শিল্ড ঘিরে স্থানীয় মানুষদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। এখন আমি এখানে ছোটদের নিয়ে কোচিং করাচ্ছি। রায়গঞ্জের পরিবেশ খুব ভাল। চ্যাম্পিয়ন, রানার্স দল এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।” এবারের এই টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি জিতল ওরিয়েন্ট জুয়েলার্স রায়গঞ্জ ইনস্টিটিউট। সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পেয়েছেন ওরিয়েন্টের বিশ্বনাথ হাঁসদা।
এদিন ফাইনাল ম্যাচে দীপক মন্ডল ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। ছিলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব ও ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি সুদীপ বিশ্বাস। এছাড়াও মঞ্চে ছিলেন রায়গঞ্জের এক ঝাঁক প্রাক্তন ফুটবলাররা।