কিস্কুর কিস্তিমাতে জিতল কালিঘাট লাভার্স

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শ্রীমন্ত কিস্কু। পান্ডুয়ার ছেলে। ছেলেটির মধ‍্যে অদ্ভুত গতি সঙ্গে পায়ে ড্রিবল। বিপক্ষের বক্সে তার সক্রিয়তা গোল মুখ খুলতে সাহায‍্য করল বারবার। সোমবার, ওয়াইএমসিএ মাঠে কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় কালিঘাট স্পোর্টস লাভার্সের হয়ে দুটি গোল করল,সেই সঙ্গে মাঠ জুড়ে খেলার চেষ্টা করল কিস্কু। স্বাভাবিক ভাবেই উপস্থিত দর্শকদের প্রশংসা পেলেন স্ট্রাইকার শ্রীমন্ত কিস্কু।

গোলরক্ষক কোচ গোপাল দাস ও কোচ সঞ্জয় মাঝির সঙ্গে দুই গোলদাতা কিস্কু

গত বছর মহমেডানের জুনিয়র দলের হয়ে খেলেছে। তারও আগে মহমেডানের অনূর্ধ্ব-১৫ আই লিগে খেলেছে। পাঁচটি গোলও করেছিল কিস্কু। কোচ সঞ্জয় মাঝি থেকে মহমেডান কর্তা বেলাল আহমেদ ম‍্যাচ শেষে বলছিলেন,নিজেকে ঠিক রাখতে পারলে কিস্কু ময়দানে প্রতিষ্ঠা পাবেই। ম‍্যাচ শেষে কিস্কু ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিল,”ভাল যায়গায় পৌঁছনোর লক্ষ‍্য তো আছেই। আপাতত ম‍্যাচ বাই ম‍্যাচ ভাল খেলতে হবে।”

কালিঘাটের ম‍্যাচের মুহূর্ত। ইনসার্টে সমর্থকদের ভিড়। সোমবার ওয়াইএমসিএ মাঠে

ময়দানে স্বপন ব‍্যানার্জির(বাবুন) কালিঘাট স্পোর্টস লাভার্সের ম‍্যাচ মানেই মাঠে নিজেদের সমর্থকদের ভিড়। এদিনও উপস্থিত ছিল কয়েক শো সমর্থক। একদিকে কয়েক শো সমর্থকদের মাঝে বসে নিজের দলের খেলা দেখছিলেন কালিঘাট স্পোর্টস লাভার্সের প্রধান স্বপন ব‍্যানার্জি। তাঁর ঠিক ২০ গজ দুরত্বে বিপক্ষ দল কোল ইন্ডিয়া দলের মেন্টর ও প্রাক্তন ফুটবলার সত‍্যজিৎ চ‍্যাটার্জি, সুখেন সেনগুপ্তরাও বসে ছিলেন। ম‍্যাচের বিরতিতে ফুটবলারদের ডেকে ভুল শুধরে দিতে দেখা গেল সত‍্যজিৎ চ‍্যাটার্জিকে। শেষ পযর্ন্ত কালিঘাট স্পোর্টস লাভার্স ৩-০ গোলে হারাল কোল ইন্ডিয়াকে। শ্রীমন্ত কিস্কু দুটি ও রাজেস কিস্কু একটি গোল করেন। এবার কালিঘাট স্পোর্টস লাভার্স কোচ হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ফুটবলার সঞ্জয় মাঝি, গোলরক্ষক কোচ গোপাল দাসকে।

ফুটবলারদের জন‍্য১৫ হাজার টাকা কোচ সঞ্জয়ের হাতে তুলে দিচ্ছেন স্বপন ব‍্যানার্জি।

ম‍্যাচ শেষে খুশি হয়ে ফুটবলারদের ১৫ হাজার টাকা দিলেন স্বপন ব‍্যানার্জি। কদিন আগে প্রবল বৃষ্টিতে পুলিশ মাঠের অবস্থা খারাপ হওয়ায় ম‍্যাচ খেলতে চাননি কালিঘাট স্পোর্টস লাভার্সের প্রধান স্বপন ব‍্যানার্জি। এই ব‍্যাপারে এদিন ‘ইনসাইড স্পোর্টস’কে স্বপন ব‍্যানার্জি বললেন,”আজ আমাদের ছেলেদের খেলা দেখলেন। ভাল মাঠে ভাল খেলা হবে। আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে আমার অনুরোধ, ভাল মাঠে ম‍্যাচ দিন। আইএফএরও অনেক সমস‍্যা আছে জানি। আমরা সব রকম ভাবে আইএফএকে সহযোগিতা করতে চাই। অনির্বান দত্ত ভীষন ডায়নামিক। ওঁর একটা কাজ করার ইচ্ছে আছে,পরিকল্পনা আছে। আমাদের উচিত তাঁকে সহযোগিতা করা। আমি অনির্বান দত্তর সঙ্গে আছি।”

কোল ইন্ডিয়ার ফুটবলারদের পরামর্শ সত‍্যজিৎ চ‍্যাটার্জির। সোমবার ওয়াইএমসিএ মাঠে।

এদিন, দ্বিতীয় ডিভিশনে কালিঘাট ছাড়াও আরও পাঁচটি ম‍্যাচ ছিল। কাস্টমস মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘ ১-০ গোলে হারাল টাউন ক্লাবকে। গোলদাতা সুব্বা এস। তালতলা মাঠে জোড়াবাগান ২-১ গোলে হারাল নর্থ এন্টালিকে। জোড়বাগানের প্রদ‍্যোৎ সরকার ও দীপক মুর্মূ একটি করে গোল করে। নর্থ এন্টালির গোলদাতা আলমগীর মোল্লা। রাজস্থান ও ইয়ং বেঙ্গল ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়। রাজস্থানের গোলদাতা প্রীতম মন্ডল। ইয়ং বেঙ্গলের আত্মঘাতী গোল করে সাহিদ। অনুপ সিং ও রমেন মাইতির গোলে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারাল উত্তরপল্লি মিলন সংঘকে। যানবাজার অ‍্যাথলেটিক ১-০ গোলে হারাল মুসলিম ইনস্টিটিউটকে। গোলদাতা সমরেশ ঘোষ।

রেঞ্জার্স মাঠে ম‍্যাচ দেখছেন জামশিদ নাসিরি ও জহর দাস।

একই দিনে পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের ম‍্যাচে যুগশান্তি স্পোর্টিং বড় ব‍্যবধানে জিতল। ওরিয়েন্ট ক্লাবকে ৪-২ গোলে হারাল যুগশান্তি। যুগশান্তির হয়ে সুকান্ত সর্দার দুটি এবং আকাশ মন্ডল ও প্রদীপ হালদার একটি করে গোল করে। ওরিয়েন্টের হয়ে গোল করে বাবাই দেবনাথ ও বিশ্বরূপ মন্ডল। ক‍্যালকাটা ইউনাইটেডের বিরুদ্ধে অরুনোদয় ২-১ গোলে জিতল। অরুনোদয়ের গোলদাতা অয়ন ব‍্যানার্জি ও শুভাশিস রজক। ক‍্যালকাটা ইউনাইটেডের গোলদাতা মহম্মদ হাসান আনসারি। রাকেশ গায়েনের গোলে এভারগ্রিন ১-০ গোলে হারাল শিবপুর ইনস্টিটিউটকে। গ্রিনপার্ক স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারাল নিবেদিতা ক্লাব। গোলদাতা চন্দন রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here