ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাবুন ওরফে স্বপন ব্যানার্জির স্পোর্টস লাভার্সের রক্তদান শিবিরে চাঁদে হাট। আজ, মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রক্তদান শিবিরে উপচে পড়া মানুষের ভিড়। কালীঘাট লাভার্সের সিলভার জুবিলি রক্তদান শিবিরে হাজির ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা।
সকাল ৯ টায় শুরু হওয়া রক্তদান শিবিরের প্রথম থেকেই বিভিন্ন জেলা থেকে রক্ত দিতে সামিল হয়েছেন রক্তদাতারা। তারপরেই পৌঁছে যান কলকার তিন প্রধান ক্লাবের তিন শীর্ষ কর্তারা। ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান ক্লাবের সচিব রাজু ওরফে ইসতিয়াক আহমেদ রক্তদাতাদের উৎসাহ দিয়ে গেলেন। এসেছিলেন মহমেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন, বেলাল আহমেদরাও।
শুধু ক্লাব কর্তারই নয়,মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির একঝাঁক প্রাক্তন ফুটবলার। মানস ভট্টাচার্য, প্রসূণ ব্যানার্জি, অমিত ভদ্র,দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি থেকে দেবজিৎ ঘোষ, মেহেতাব হোসেন, মহমেডানের বর্তমানফুটবলার ডেভিডরা চাক্ষুস করে গেলেন ক্রীড়া জগতের বড় মাপের রক্তদান শিবির।
এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রক্ত দিতে এত লোক এসেছে, দেখে ভাল লাগছে। ক্রীড়া জগতে এত বড় মাপের রক্তদান শিবির করা বাবুনের পক্ষেই সম্ভব।”
উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, আইএফএ-এর প্রতিনিধি চিত্ত রঞ্জন দাস, কলকাতা রেফারি সংস্থার সভাপতি ভোলা দত্ত,রাজ্য টেবল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা।
কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তা বাবুন ওরফে স্বপন ব্যানার্জি বলেন,”আমাদের এই রক্তদান শিবির এবার ২৫ বছরে পড়ল। শুধু কলকাতা নয়, সমস্ত জেলা থেকেও রক্তদাতারা সামিল হয়েছেন। আমাদের উৎসাহ দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এসেছেন। আমাদের সাহস জুগিয়ে গেলেন তিন প্রধানের কর্তা থেকে বহু প্রাক্তন ফুটবলারা। এই রক্তদান শিবিরে তাঁদের উপস্থিতি আমাদের তাগিদ আরও বেড়ে গেল। আর বিশেষ ভাবে ধন্যবাদ জানাই তাঁদের, যাঁরা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়ে গেলেন।”