◆YMSA সচিব শঙ্কর বসুকে নিয়ে ফুটবলারদের উল্লাস। লক্ষ্যে পৌঁছনোর পরও সংযত অমিত ভদ্র। শুক্রবার হাইকোর্ট মাঠে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তৃতীয় ডিভিশন থেকে কার্যত দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল সোনারপুর YMSA ক্লাব। আর শেষ ম্যাচে ড্র করলেই ভিক্টোরিয়া স্পোর্টিংও পৌঁছে যাবে দ্বিতীয় ডিভিশনে। তৃতীয় থেকে দ্বিতীয় ডিভিশনের ওঠার লড়াইয়ে শুক্রবার তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। হাইকোর্ট মাঠে মুখোমুখি হয়েছিল সোনারপুর YMSA ও ক্যালকাটা জিমখানা, ওয়াইএমসিএ মাঠে ছিল ভিক্টোরিয়া ও গরলগাছা ম্যাচ। আর বিজি প্রেস মাঠে ছিল ব্যাতোর ও বেহালা ইয়ুথ ম্যাচ।
সোনারপুর,ভিক্টোরায়া, গরলগাছা এবং ব্যাতোর – এই চারটি দল আট ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে শুক্রবার নবব ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। স্বাভাবিক ভাবেই এদিন এই তৃতীয় ডিভিশনের তিনটি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিলই। এদিন এই গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে ২০ পয়েন্টে পৌঁছে গেল সোনারপুর YMSA, ভিক্টোরিয়া এবং ব্যাতোর।
ক্যালকাটা জিমখানাকে ১-০ গোলে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে কার্যত দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল সোনারপুর। তারা শেষ ম্যাচ খেলবে গরলগাছার বিরুদ্ধে। শেষ ম্যাচে সোনারপুরকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়েও দ্বিতীয় ডিভিশনে পৌঁছতে পারবে না গরলগাছা। কারণ কাশিপুর সরস্বতী ক্লাবের অবৈধ ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ করে রেখেছে সোনারপুর। সেই ম্যাচ ড্র হওয়ায় এক পয়েন্ট আগেই পেয়েছে। এবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর বাকি দুই পয়েন্ট পাওয়ার কথা সোনারপুরের। অর্থাৎ শেষ ম্যাচে হারলেও সোনারপুরের ২২ পয়েন্ট হবে। গরলগাছা ২০ পয়েন্টের বেশি পয়েন্ট পাচ্ছে না। অর্থাৎ সোনারপুরের দ্বিতীয় ডিভিশনে ওঠার ক্ষেত্রে কোনও সমস্যা থাকল না।
পাশাপাশি শেষ ম্যাচে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ও ব্যাতোর। দুটি দলেরই ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট। শেষ ম্যাচে যে দল জিতবে তারা ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ডিভিশনে পৌঁছে যাবে। আর যদি ভিক্টোরিয়া – ব্যাতোর ম্যাচ ড্র হয় তাহলে দুটি দলের হবে ২১ পয়েন্ট। তখন দেখা হবে দুটি দলের গোল পার্থক্য। সেখানেও (গোল পার্থক্য) ব্যাতোরের (+৫) এর থেকে এগিয়ে আছে ভিক্টোরিয়া (+৮)। অর্থাৎ শেষ ম্যাচে ব্যাতোরের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় ডিভিশনে পৌঁছে যাবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
এদিন ম্যাচ জেতার পর সোনারপুর YMSA ক্লাবের চেয়ারম্যান ও ভারতের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র বলছিলেন,”এই বছর আমরা দ্বিতীয় ডিভিশনে ওঠার লক্ষ্য নিয়ে মরসুম শুরু করেছিলাম। সবার প্রচেষ্টায় সেই লক্ষ্যে পৌছতে পেরে ভাল লাগছে। দলের ফুটবলাররা ধারাবাহিক ভাবে ভাল খেলেছে।”
এদিন সোনারপুরের হয়ে একমাত্র গোলটি করেছেন সৌম্যজিৎ তরফদার। ৯ ম্যাচে ৬ টি গোল করেছেন সুভাষ গ্রামের সৌম্যজিৎ। ভিক্টোরিয়া ২-০ গোলে হারায় গরলগাছাকে। সুশীল প্রশাদ ও শরিফুল মন্ডল একটি করে গোল করেছেন।