কানমারি ফুটবল ক‍্যাম্পের পাশে ক্রীড়ামন্ত্রী,সঙ্গে ব‍্যানিয়ান ট্রি গ্রুপ ও CSJC

0

◆কানমারি মহিলা ফুটবলারদের হাতে কিটস তুলে দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে টিডি দীপেন্দু বিশ্বাস, ব‍্যানিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী ও আইএফএ-এর প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি। মঙ্গলবার CSJC তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন :
সুন্দরবন এলাকার সন্দেশখালির কানমারি মহিলা ফুটবল ক‍্যাম্পের পাশে দাঁড়িয়েছিল ব‍্যানিয়ান ট্রি গ্রুপ ও CSJC (কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব)। এবার এই ফুটবল ক‍্যাম্পের পাশে থাকার অঙ্গীকার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মঙ্গলবার CSJC ক্লাব তাঁবুতে কানমারি মহিলা ফুটবলারদের নিয়ে একটি অনুষ্ঠানে পাশে থাকার কথা জানালেন ক্রীড়ামন্ত্রী।

এদিন, সুন্দরবনের সন্দেশখালির কানমারি সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমির ৫০ জন মহিলা ফুটবলারদের হাতে ফুটবল কিটস তুলে দেওয়া হল। ক্রীড়া সরঞ্জাম তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন অ্যাকাডেমির টিডি দীপেন্দু বিশ্বাস। তিনি ছোট ছোট ফুটবলারদের নিয়ে একটি ক্লাসও করেন। দিয়েছেন জরুরি টিপস। এখন থেকে নতুন নাম হবে ‘ব্যানিয়ান ট্রি কানমারি সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমি।’ ক্রীড়ামন্ত্রী সহ বাকি অতিথিদের হাতে উন্মোচন হয় অ্যাকাডেমির নতুন জার্সির। ছিলেন ব‍্যানিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী ও আইএফএ-এর প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি।

কানমারি মহিলা ফুটবল ক‍্যাম্পের জার্সি উন্মোচন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “কানমারিতে ফুটবল খেলার জন্য একটি যোগ্য মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। যদি সরকারি কোনও জমি থাকে তাহলে পুরো মাঠ তৈরি করে দেওয়া হবে। সেই সঙ্গে কানমারির মেয়েরা কলকাতায় এসে থাকা, অনুশীলন করার পাশাপাশি শারীরিক পরীক্ষারও ব‍্যবস্থা করা হবে। সব রকম সাহায্য করবে ক্রীড়ামন্ত্রক। ধন‍্যবাদ জানাই ব‍্যানিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরীকে। তিনি যেভাবে কানমারি মহিলা ফুটবলারদের পাশে আছেন তা প্রশংসনীয়। পাশাপাশি ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। তাদেরকেও আন্তরিক ধন্যবাদ।”

একান্তে আলাপচারিতায় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ব‍্যানিয়ান ট্রি কর্ণধার প্রবীর রায় চৌধুরী

সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা বলেছেন, ‘সাহায্য সব সময়েই থাকবে। কিন্তু কানমারি অ্যাকাডেমিকেও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। ভালো করে খেলতে হবে। ভবিষ্যৎ গড়ে তুলতে হবে ফুটবলের মাধ্যমে।”

ব্যানিটান ট্রি কর্ণধার প্রবীর রায় চৌধুরীর কথাতেও আশ্বাসের সঙ্গে প্রত্যয়, “যাবতীয় সাহায্য সব সময়েই থাকবে। তোমরা শুধু ভালো করে ফুটবল খেলে যাও। একদিন সবাই যাতে তোমাদের নিয়ে গর্ব করতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, কানমারির এই মহিলা ফুটবল ক‍্যাম্পের যাবতীয় দায়িত্ব নিয়ে আসছেন প্রবীরবাবু। পরে গত ফেব্রুয়ারি মাসে এই কানমারি গ্রামের মহিলাদের ফুটবল ক‍্যাম্পের পাশে দাঁড়িয়েছে কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব।

কানমারি মহিলা ফুটবলারদের ক্লাস নিচ্ছেন টিডি দীপেন্দু বিশ্বাস

এদিন সকালে অ্যাপোলোর পক্ষ থেকে কানমারি মহিলা ফুটবলারদের জন‍্য একটি শরীর পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। ফুটবলারদের প্রেসার, সুগারের সঙ্গে ইসিজিও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here