ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৭ ফেব্রুয়ারি : কানমারি সোশ্যাল ফেয়ার ফুটবল অ্যাকাডেমির জন্য ভাল খবর। বেনিয়ান ট্রি সংস্থা, সিএসজেসি (ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে)-এর পর এবার কানমারি মহিলা ফুটবলারদের পাশে এগিয়ে এলেন দীপেন্দু বিশ্বাস। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই কানমারি ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাক্তন ফুটবলার ও বর্তমানে মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।
আজ, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক অনুষ্ঠানে এসে কানমারি ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন দীপেন্দু। তিনি বলেন,”অতীতেও আমি সুন্দরবন অঞ্চলে ফুটবল নিয়ে কিছু কাজ করেছি। ওই সব অঞ্চলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। আমার ভাল লাগছে, গ্রামের কোনও এক অখ্যাত ফুটবল ক্যাম্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসেছে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। কানমারির মহিলা ফুটবলারদের সঠিক পথ দেখাতে সাহায্য করবেন ক্রীড়া সাংবাদিকরা। আমিও ওদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাই।”
প্রসঙ্গত উল্লেখ্য,উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ব্লকের কানমারি গ্রামের সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমিটির সঙ্গে আগেই পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছেন বেনিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী। গত শনিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবও এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়েছে।
এদিকে, আজ, মঙ্গলবার নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সহযোগীতায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল কলকাতা ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিজন,ময়দানের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাও এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নিয়েছিলেন। যাঁদের প্রয়োজন, তাঁদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।
এই শিবিরে উৎসাহ দিয়ে গেলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনিও নিজের চোখ পরীক্ষা করান। উপস্থিত ছিলেন নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল ও সচিব বিকাশ চাঁদ চান্দক। তাঁরা জানিয়েছেন, ভবিষ্যতেও সিএসজেসির সঙ্গে পথ চলবেন তাঁরা।