◆ইমামি ইস্টবেঙ্গল – ০
◆ভবানীপুর – ২ (জিতেন মুর্মু/ক্রিজো)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেধন : দুর্বল ইস্টবেঙ্গলকে –২-০ গোলে হারাল ভবানীপুর। গোলদাতা জিতেন মুর্মু ও ক্রিজো। এই জয়ের ফলে লিগ খেতাবের লড়াইতে থাকল সৃঞ্জয় বসুর ভবানীপুর। যদিও পরের ম্যাচে মহমেডান খিদিরপুরের বিরুদ্ধে জিতলেই কার্যত লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ভবানীপুর ৯ পয়েন্টে পৌঁছলেও হেড টু হেড – এ এগিয়ে থাকায় এবারও মহমেডান কলকাতা লিগ খেতাব জয় করবে।
এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল তিনটি ম্যাচ খেলেছে। দুটি ড্র আর একটি হার। ফলে লাল-হলুদ শিবির লিগ খেতাব পাচ্ছে না তা নিশ্চিত।
কম সময়ে দল গড়েও রিজার্ভ দলকে লিগে খেলছে ইস্টবেঙ্গল। তবু ভাল অন্তত লিগে অংশ নিচ্ছে। এদিন ম্যাচের ৯০ মিনিট ইস্টবেঙ্গলকে সব দিক দিয়ে টেক্কা দিয়েছে ভবানীপুরের ফুটবলাররা।
ইস্টবেঙ্গলের খেলায় কোনও বৈচিত্র্য ছিল না। রিজার্ভ বেঞ্চও এখনও তৈরি নয়। দুর্বল ইস্টবেঙ্গলকে পেয়ে অনায়াস জয় তুলে নিয়েছে ভবানীপুর। ম্যাচের ২৩ মিনিটে গোল করে ভবানীপুরকে ১-০ গোলে এগিয়ে দেন জিতেন মুর্মু। দ্বিতীয় গোলটি করেন ক্রিজো, ৭২ মিনিটে।
এদিন ইস্টবেঙ্গলকে হারানোয় এরিয়ানকে পিছনে ফেলে কলকাতা লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ভবানীপুর।