ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত্যাশা মতোই কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে আগামী জুন মাসে। বৃহস্পতিবার সরকারি ভাবে জানিয়ে দিল আইএফএ।
এদিন, প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির প্রতিনিধিদের সভায় বসেছিলেন আইএফএ কর্তারা। ২০২০-‘২১ মরসুমের লিগ করা যে সম্ভব নয় তা সবাই জানে। তাই ভালভাবে ২০২১-‘২২ মরসুমের লিগ করত চান আইএফএ কর্তারা। সম্ভবত জুন মাসের মাঝামাঝি লিগ শুরু করতে চায় আইএফএ। সেপ্টেম্বরের আগেই লিগ শেষ করতে চায় রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। কারণ, সেপ্টেম্বর মাসে শুরু হবে আইএসএল। এবারের দলবদলের সময় একটু এগিয়ে আনার চেষ্টা করছে আইএফএ।
এদিকে,আগামী এপ্রিল মাসে ফুটসল টুর্নামেন্ট শুরু হবে। প্রিমিয়ার ক্লাব মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং ফুটসল খেলার জন্য অনুরোধ করতে চলেছে আইএফএ।
অন্যদিকে,২৮ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হবে উত্তরবঙ্গ কাপ। এই কাপের বাজেট মাত্র ৬ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য খুব সামান্য আর্থিক পুরস্কার থাকছে বলে আইএফএ সূত্রের খবর। পরের বছর ভাল স্পনসর পেলে বাজেট বাড়ানো হবে বলে আইএফএ সূত্রে জানা গিয়েছে।