কলকাতা লিগে হ‍্যাটট্রিক রায়গঞ্জের সামিমের

0

◆ ফুটবলার সামিম আখতার◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দশম শ্রেণির ছাত্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছেলে। এই বছর গড়ের মাঠে প্রথম খেলার সুযোগ পেয়েছে সামিম আখতার। সুযোগ পেয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার টাউন মাঠে পঞ্চম ডিভিশনের ‘এ’গ্রুপের খেলায় গোয়ান অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে হ‍্যাটট্রিক করল সামিম। তার হ‍্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করল সৌরভ রায়, অরিন্দম মন্ডল ও তুহিন সরকার। এদিন টাউন মাঠে বেলেঘাটা ফ্রেন্ডসকে ৬-০ গোলে হারাল গোয়ান অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

ম‍্যাচ জেতার পর গোয়ান অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফুটবল দল। বৃহস্পতিবার টাউন মাঠে

একই দিনে পঞ্চম ডিভিশনে আরও তিনটি ম‍্যাচ ছিল। রাজস্থান মাঠে প্রবাসী উৎকল ক্লাব ১-০ গোলে হারাল ইন্ডিয়ান বয়েস অ‍্যাথলেটিক ক্লাবকে। গোলদাতা জয় বাগ। কাস্টম মাঠে সম্রাট সিংয়ের গোলে শ‍্যামবাজার ক্লাব ১-০ গোলে হারাল দর্জিপাড়া মিলন সংঘকে। হাইকোর্ট মাঠে সাউথ ফোক ক্লাব ২-১ গোলে হারাল এক্সেলসিয়র্সকে। সাউথ ফোকের হয়ে গোল করেছে আকাশ মন্ডল ও শুভরূপ দাস। এক্সেলসিয়র্সের হয়ে একমাত্র গোলটি করেছে সুজিত ওঁরাও।

এই সামিম রায়গঞ্জ শহরের টাউন ক্লাবের কোচিং ক‍্যাম্প থেকে উঠে এসেছে। টাউন ক্লাব থেকে সামিমকে তুলে নিয়ে এসেছেন মতুয়া ফুটবল অ‍্যাকাডেমির অন‍্যতম কর্তা ও প্রাক্তন ফুটবলার গৌতম ঠাকুর। তিনি ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”রায়গঞ্জ টাউন ক্লাবের কোচিং ক‍্যাম্পে আমরা গিয়েছিলাম। ওখানে বেশ কিছু ভাল ফুটবলার আছে। গ্রামের ছেলে গড়ের মাঠের ফুটবল খেলতে এসে সামিম বেশ মানিয়ে নিয়েছে। ওর মধ‍্যে খেলা আছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস হল রায়গঞ্জের টাউন ক্লাবের ফুটবল কোচিং ক‍্যাম্পের কোচিং করাচ্ছেন ভারতের প্রাক্তন ফুটবলার ‘অর্জুন’ দীপক মন্ডল। যিনি এই ক‍্যাম্পটাকে পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই কর্তা অরিজিৎ ঘোষ ফোনে বলছিলেন,”সামিমের মতো আমাদের ক‍্যাম্পে আরও বেশ কয়েকজন ফুটবলার এবারের কলকাতা লিগে খেলছে। আশা করছি সামনের বছর আরও বেশ কিছু ফুটবলার গড়ের মাঠে দিতে পারব। ভাল লাগছে, আমাদের সামিম নিজের সেরাটা সঠিক সময়ে তুলে ধরছে।”

এদিন টাউন মাঠে ম‍্যাচ শেষে সামিম বলছিলেন,”আমাদের রায়গঞ্জ টাউন ক্লাবের ক‍্যাম্পে অরিজিৎ স‍্যার ও গৌতম ঠাকুর স‍্যারের জন‍্য জন‍্য আজ কলকাতায় খেলার সুযোগ পেয়েছি। চেষ্টা করব আরও ভাল খেলা। যত কষ্টই হোক না কেন, কলকাতায় থেকে ভাল ফুটবলার হতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here