কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এই বছরও কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। আজ,শনিবার আইএফএকে মেইল করে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এটিকে মোহহনবাগানের বিনয় চোপড়া। আইএসএল চলাকালীন অন‍্য কোনও টুর্নামেন্ট খেলতে পারবে না এটিকে মোহনবাগান। এফএসডিএল নাকি সেটাই জানিয়ে দিয়েছে বলে বিনয় মেলে উল্লেখ করেছেন। এফএসডিএলের এই নিষেধাজ্ঞা সত‍্যি। নিয়মের মধ‍্যে পড়ে। তাহলে ইস্টবেঙ্গল কি করে খেলছে? জানা গিয়েছে ইস্টবেঙ্গল রিজার্ভ টিম কলকাতা লিগে খেলবে। আইএসএলের জন‍্য যে সমস্ত ফুটবলার নথিভুক্ত হয়েছেন তাঁরা কোনও অবস্থায় কলকাতা লিগ খেলতে পারবেন না। কিন্তু কলকাতা লিগকে অগ্রাধিকার দিয়েছে বলেই রিজার্ভ দল গড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে এটিকে মোহনবাগান শুধু আইএসএলের জন‍্যই টিম করেছেন। যে কারণে সত‍্যিই কলকাতা লিগে খেলার সুযোগ থাকছে না সবুজ-মেরুন দলের।

কিন্তু প্রশ্ন উঠছে, এত কম সময়ে যদি ইস্টবেঙ্গল রিজার্ভ টিম গড়তে পারে তাহলে সঞ্জীব গোয়েঙ্কা রিজার্ভ দল করেননি কেন? তাহলে কি ধরে নিতে হবে কলকাতা লিগ খেলবে না বলেই কি রিজার্ভ টিম করেনি তারা? নিজেদের মাঠে গিয়ে কলকাতা লিগের খেলা দেখা থেকে বঞ্চিত হল সবুজ-মেরুন সমর্থকরা। এর দায় কে নেবে?

মোহনবাগানের এই সিদ্ধান্তে আইএফএ সচিব অনির্বান দত্ত জানান, “লিগে খেলার জন‍্য মোহনবাগান যা যা বলেছে সেটাই করেছি। তার পরও যদি না খেলে কিছু বলার নেই। তবে লিগে অংশ না নেওয়ার জন‍্য সংবিধানে যা বলা আছে সেই সিদ্ধান্ত নিতে হবে। কমিটি ঠিক করবে। দেখা যাক।”

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার নৈহাটিতে কলকাতা লিগের সুপার সিক্সের খেলার শুরুতেই মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here