কলকাতা লিগেও ক্রমশ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

0

◆ইস্টবেঙ্গল-এরিয়ান ম‍্যাচের একটি মুহূর্ত,শনিবার নৈহাটি স্টেডিয়ামে ◆

ইস্টবেঙ্গল –১ (জেসিন)

এরিয়ান – ১ (অমরনাথ)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : হয় হার নাহলে ড্র- এই ড্র-হারের মধ‍্যে আটকে আছে ইস্টবেঙ্গল। আইএসএলে এখনও পযর্ন্ত দুটি ম‍্যাচ খেলে দুটিতেই হেরেছে লাল-হলুদ শিবির। আর কলকাতা লিগে দুটি ম‍্যাচ খেলে দুটিতেই ড্র। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করার পর আজ,শনিবার এরিয়ানের সঙ্গেও ১-১ ড্র করল ইস্টবেঙ্গল। লিগের সুপার সিক্সের ম‍্যাচে দুটিতেই ড্র করে চ‍্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর এরিয়ানের ফুটবলার ও কোচ

আইএসএলে কোচিংয়ের দায়িত্বে স্টিফেন থাকলেও কলকাতা লিগের জন‍্য কোচ হলেন সন্তোষ ট্রফি জয়ী কোচ কেরলের বিনু জর্জ। এদিন নৈহাটি স্টেডিয়ামে এরিয়ানের বিরুদ্ধে আইএসএলে খেলা আট ফুটবলারকে খেলিয়েও কোনও লাভ হল না। মরসুমের শুরু থেকেই গোল নষ্টের রোগ এখনও আছে। ম‍্যাচের ৪২ মিনিটে হাওকিপের পাস থেকে জেসিন টিকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। কিন্তু এগিয়ে গেলেও সেই গোল ধরে রাখতে পারেনি বিনু জর্জের ছেলেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অমরনাথ বাস্কে গোল করে এরিয়ানকে সমতায় ফেরান। ইস্টবেঙ্গলের ডিফেন্সও সেই শুরুর মতোই দুর্বল। বড় ধরনের অঘটন না ঘটলে এই দল নিয়ে ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়া খুব কঠিন তা এখনই বলে দেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here