কলকাতা লিগঃ একই গ্রুপে মোহনবাগান,মহমেডান, ইউনাইটেড, DHFC

0

◆প্রিমিয়ার ডিভিশন ক্লাব কর্তাদের সঙ্গে আইএফ এ কর্তাদের বৈঠক। সোমবার আইএফএ অফিসে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন‍্যাস হয়ে গিল। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল লটারির মাধ‍্যমে। আর এই গ্রুপ যা তৈরি হল তাতে এবারের কলকাতা লিগের উত্তেজনা যে ফের ফিরে আসতে চলেছে তা বলাই বাহুল‍্য। সব থেকে আলোচ‍্য বিষয় হল ‘এ’গ্রুপ নিয়ে। নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ। সাংসদ অভিষেক ব‍্যানার্জির দল ডায়মন্ডহারবার এফসি এবার খেলবে মোহনবাগান, মহমেডান, ইউনাইটেডের সঙ্গে। এই গ্রুপের কঠিন লড়াই যে উত্তেজনার সৃষ্টি হবে তা এখনই বলে দেওয়া যায়।
অপেক্ষাকৃত সহজ গ্রুপ ‘বি’-তে আছে ইস্টবেঙ্গল।

‘এ’ গ্রুপে মোহনবাগানের সঙ্গে আছে মহমেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস এবং ডায়মন্ড হারবার এফসি। কলকাতা লিগের দুটি গ্রুপ এইরকম – ◆গ্রুপ ‘এ’ – মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্রও সিএফসি।
◆গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার আইএফএ কর্তারা প্রিমিয়ার ডিভিশন ক্লাব কতাআদের সঙ্গে বৈঠক করে লটারির মাধ‍্যমেই গ্রুপ তৈরি করা হয়। এদিনের সভায় ঠিক হয়, এই বছর থেকে ভূমিপুত্রদের খেলানোটা বাধ‍্যতামূলক থাকছে না। এই ব‍্যাপারে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”এই বছর ক্লাবগুলি দল আগেই করে ফেলেছে। ফলে এই বার ভূমিপুত্রদের নিয়ে দল করাটা এই বছর সম্ভব হচ্ছে না। ক্লাব গুলির দাবি মেনেই আমরা আগামী বছর থেকে ভূমিপুত্রর নিয়মটা রাখবো।”

আইএফএ সচিব আরও জানান, আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। বড় ধরনের অঘটন না ঘটলে তিন বছর পর ফের তিন প্রধানের মাঠে লিগের ম‍্যাচ হবে। শুধু তাই নয়, মোহনবাগান,ইস্টবেঙ্গল, মহমেডান মাঠে বেশ কিছু ম‍্যাচ ফ্লাডলাইটে করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ ও সংশ্লিষ্ট তিন প্রধানের কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here