◆কোচ গৌতম ঠাকুরের সঙ্গে গোলদাতা সৌরভ রায়◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা ফুটবল লিগকে বয়স ভিত্তিক করার ভাবনা আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির। ২০১৮ সাল থেকে বয়স ভিত্তিক লিগ করার চেষ্টা করে যাচ্ছিলেন অজিতবাবু। অনেক বাধা পেরিয়ে এই বছর শুরু করা গিয়েছে। আর এই বয়স ভিত্তিক ফুটবল শুরু হওয়ার পর কোচিং ক্যাম্পের ফুটবলারদের গুরুত্ব বেড়ে গিয়েছে। সেই সুযোগ হাত ছাড়া করছেন না কোনও কোচিং ক্যাম্পের কর্তারাও।
লিগের ম্যাচ খেলতে আসা একাধিক দল কিন্তু এবার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে ফুটবলার নিয়ে দল গড়েছে। এই যেমন বগুলার মতুয়া সম্প্রদায় ‘KTFA’ ক্যাম্পের এক ঝাঁক ফুটবলার এবার পঞ্চম ডিভিশনের ‘এ’গ্রুপের ‘গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর হয়ে লিগ খেলছে। এই কোচিং ক্যাম্পের অন্যতম কর্তা গৌতম ঠাকুর আবার মুর্শিদাবাদ,রায়গঞ্জ থেকেও ফুটবলার তুলে এনে লিগ খেলাচ্ছেন। গৌতম নিজে একটা সময় ফুটবলার ছিলেন। তিনি উঠতি ফুটবলারদের নিয়ে কাজ করতে ভালবাসেন। বৃহস্পতিবার সেই উঠতি ফুটবলারদের মাঠে নামিয়ে শুরুতেই জয় পেয়ে গেলেন। এদিন টাউন মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ১-০ গোলে হারাল প্রবাসী উৎকলকে। জয় সূচক গোলটি করেছেন সৌরভ রায়।
ম্যাচ শেষ হওয়ার পর টাউন মাঠে ‘ইনসাইড স্পোর্টস’কে গৌতম ঠাকুর বলছিলেন,”বয়স ভিত্তিক লিগ হওয়ায় সুবিধা হয়েছে। আমাদের KTFA এর ছেলেরা গোয়ান অ্যাসোসিয়েশন ছাড়াও মিলন বীথির সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে। কন্যাশ্রী কাপেও মতুয়া নামে অংশ নিয়েছে। আমরা নার্সারি লিগও খেলতে চাই।”
বৃহস্পতিবার পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপে আরও তিনটি ম্যাচ ছিল। কালীঘাট মাঠে শ্যামবাজার ক্লাব ও বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচ গোল শূন্য ভাবে শেষ হয়েছে। বেনিয়াটোলা ৩-২ গোলে হারায় সাউথ ফোক ক্লাবকে। বেনিয়াটোলার হয়ে দুটি গোল করে রাহুল বর ও আত্মঘাতী গোল করে সুমিত পোদ্দার (সাউথ ফোক। সাউথ ফোকের একটি করে গোল করেন অনিমেষ মন্ডল ও সুদীপ্ত সর্দার। এক্সেলসিয়ার্স ১-০ গোলে হারায় দর্জিপিড়া মিলন সংঘকে। গোলদাতা সূর্য বর।
এদিন চতুর্থ ডিভিশনের খেলায় সিঁথি রাসবিহারীকে ৩-২ গোলে হারায় কসবা সেন্ট্রাল ক্লাব। সেন্ট্রালের হয়ে সাইন মন্ডল দুটি এবং শেখ রিয়াজ একটি গোল করে। সিঁথির হয়ে গোল করেছে রাজা সাহা ও প্রশান্ত মন্ডল।
ইন্টারন্যাশনাল ক্লাব ও বেলেঘাটা এসি-র মধ্যে ১-১ গোলে ম্যাচ শেষ হয়েছে। ইন্টারন্যাশনালের হয়ে বাসির শেখ ও বেলেঘাটার সুরাজউদ্দিন মন্ডল গোল করেছে। পুলিশ মাঠে মৈত্রী সংঘ ও সেন্ট্রাল ক্যালকাটা এসসি ম্যাচ গোল শূন্য ভাবে শেষ হয়েছে। কাস্টমস মাঠে পাইকপাড়া স্পোর্টিং ও বার্ণপুর ইউনাইটেড ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। পাইকপাড়ার অপু ঘড়ুই ও বার্ণপুরের রাহুল গোপ গোল করেছেন।
তালতলা মাঠে চৈতালি সংঘ ২-০ গোলে হারায় হোয়াইট বর্ডারকে। চৈতালির হয়ে একটি করে গোল করেছে দেবার্ঘ্য সিংহ রায় ও শানু তরফদার। অন্যদিকে হাইকোর্ট মাঠে রমজান আলির গোলে উত্তরপাড়া স্পোর্টিংকে ১-০ গোলে হারায় বেহালা অ্যাথলেটিক ক্লাব। বৃহস্পতিবার কলকাতা লিগে দশটি ম্যাচ ছিল। আর এই দশ ম্যাচে গোল হয়েছে ১৯টি।