কলকাতা প্রেস ক্লাবের ৮০তম প্রতিষ্ঠা দিবসে প্রাক্তনদের মিলনমেলা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মাথায় বৃষ্টি নিয়ে মাঠ মাতালেন ভারতীয় ফুটবলের এক ঝাঁক প্রাক্তনরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবের ৮০ তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ ফুটবল প্রদশর্নী ম‍্যাচে হাজির ছিলেন গৌতম সরকার, মানস ভট্টাচার্য, বিদেশ বসু থেকে কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, উলগানাথন, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, অমিত দাসরা। এবং এসেছিলেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ও সত‍্যজিৎ চ‍্যাটার্জি।

বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচের শেষে কলকাতা প্রেস ক্লাবের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ফুটবলের এই দিকপালরা। সুব্রত ভট্টাচার্য বলেন,”কলকাতা প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমি প্রথম এলাম। খুব ভাল সময় কাটিয়ে গেলাম।”

গৌতম সরকার ও মানস ভট্টাচার্য বলছিলেন, কলকাতা প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমরা প্রত‍্যেক বছর হাজির হই। খুব ভাল লাগে। প্রসঙ্গত, অনুষ্ঠানে প্রত‍্যেক ফুটবলারদের হাতে ব্লেজার উপহার তুলে দেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সূর সচিব কিংশুক প্রামাণিক।

একই দিনে সন্ধ‍্যায় কলকাতা প্রেস ক্লাবের উদ‍্যোগে সেরা সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। ‘সংবাদ প্রভাকর ২০২৪’ পুরষ্কার অনুষ্ঠান আলাদা মাত্রা এনে দেয়।

উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, বিচারপতি শ্যামল সেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, সাহিত্যিক অমর মিত্র, সমাজসেবী মিনু বুধিয়া, প্রেস ক্লাব সভাপতি স্নেহাশিস সুর। ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং মহমেডান ক্লাবের সচিব ইসতিয়াক আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন সৈকত মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here