কলকাতায় সেরা পুজো কমিটি নিয়ে ফুটসল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৫ সেপ্টেম্বর : দুর্গা পুজোর আগেই শহর কলকাতায় বসতে চলেছে ফুটসলের আসর। পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণের অন্যতম সেরা পুজো কমিটির তৈরি ফুটবল টিমকে নিয়ে হবে এই ফুটসল। যা কলকাতায় প্রথম। তিনদিনের টুর্নামেন্ট। শুরু ১ অক্টোবর। ফাইনাল ৩ অক্টোবর।

বাঙালির সেরা খেলা ফুটবল টুর্নামেন্ট। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা।
এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক অ্যাকোলেড। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের পিছনেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ স্লোগানই অনুপ্রেরণার কাজ করেছে সেটা বলা বাহুল্য। এছাড়াও এই টুর্নামেন্টের ভাবনার পিছনে আছে ‘ফুটসল’-এর প্রেরণা। বিদেশে ফুটসল খুব জনপ্রিয়।

পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, খেলার লড়াইয়ের রূপ নিচ্ছে। এই টুর্নামেন্টের সেরা টিমকে দেওয়া হবে সেরা পুজো কমিটি ফুটবল টিমের খেতাব। সম্পূর্ণ নতুন এই ভাবনা কলকাতাকে যথেষ্ট উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাবে তা আশা করা যায়।
এ যেন পুজো কেন্দ্রীক ফুটবলের লড়াই। আলো, মণ্ডপ, প্রতিমার লড়াইয়ের পাশাপাশি এবার পুজো কমিটিগুলো মাতবে ফুটবল খেলায় সেরা হওয়ার লড়াইয়ে।
কে নেই এই দলে? আছে নাকতলা উদয়ন, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ, শিবমন্দির।আছে বরিশা স্পোর্টিং ক্লাব, আছে টালা প্রত্যয়, টালা বারোয়ারী, কুমারটুলি সার্বজনীন,শ্রীভূমি।
তবে এই ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ আমন্ত্রণ মূলক৷ তাই কোনও টিমেরই টুর্নামেন্টে নাম দিতে কোনও এন্ট্রি ফি দিতে হবে না। থাকছে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, বিজয়ী ও বিজিত দলের জন্য পুরস্কার।
পাড়ায় পাড়ায় পুজোর মুখে এই ফুটবল টুর্নামেন্টের ভাবনার পিছনে রয়েছেন অ্যাকোলেডের সিএমডি মহম্মদ ফিদাউল হক। তাঁর ভাবনায় ২৪ টি সেরার সেরা পুজো কমিটির ফুটবল টিমকে আমরা দেখতে পাব। ইতিমধ্যেই ১৪টি দল নাম নথিভুক্ত করেছে। ১ থেকে ৩ অক্টোবর বাইপাস সংলগ্ন ক্যালকাটা বোটিং ক্লাব মাঠে ( অর্কিড এরিনাতে) সন্ধ‍্যায় এই টুর্নামেন্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here