ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৪ ডিসেম্বর, কলকাতা, অবশেষে কলকাতায় বাংলাদেশের এক নম্বর তারকা ফুটবলার জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার মহমেডানের হয়ে আই লিগের ম্যাচ খেলতে শহরে পৌছে গেলেন। ফুটবলের শহর কলকাতায় পা রেখেই জামাল জানিয়েছেন,”অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি ঠিক আছি কিনা। হ্যাঁ, আমি ঠিক আছি। করোনায় পজিটিভ হয়েছিল ঠিকই কিন্তু এখন সুস্থ আছি। কলকাতার মাঠে নামার অপেক্ষায় আছি।”
জামালকে শুধু আই লিগের জন্য লিয়েনে নিয়ে এলেন মহমেডান কর্তারা। বাংলাদেশের হলেও জামালের জন্ম ডেনমার্কে। এখন তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশের তারকা ফুটবলার। “বাংলাদেশ আর কলকাতার পরিবেশ এক। সবাই ফুটবল ভালবাসে। আমার কোনও সমস্যা হবে না। আফসোস শুধু শূন্য গ্যালারিতে খেলতে হবে।” বলেছেন জামাল।
এদিকে, মহমেডানের নতুন কোচ করা হচ্ছে শঙ্করলাল চক্রবর্তীকে। তিনটি টুর্নামেন্টে মহমেডানের তিন কোচ দেখা গেল। এত ঘন ঘন কোচ বদলের কারণে বিরক্ত দলের কয়েকজন ফুটবলার। আই লিগের প্রথম ডিভিশনে মহমেডানের কোচ ছিলেন ইয়ান ল। কর্তাদের সঙ্গে মতপার্থক্য হওয়ায় ইয়ানকে লিগের শেষ দিকেই চলে যেতে বাধ্য করা হয়। তার যায়গায় মহমেডান নতুন কোচ করে আনে স্পেনের জোসে হোবিয়াকে। এই কোচকেও শিল্ডের সেমিফাইনাল ম্যাচ থেকে মাঠে দেখা যেত না। ক্লাবের একটি সূত্রের খবর এই কোচের সঙ্গেও নাকি কর্তাদের মতের মিল হচ্ছিল না। দুই সপ্তাহ আগেই এই স্প্যানিস কোচকে সরিয়ে ইস্টবেঙ্গলের কোচিং করিয়ে যাওয়া ট্রেভর জেমস মর্গ্যানকে কোচ করতে চেয়েছিলেন কর্তারা। পরে মর্গ্যান থেকে সরে এসে মোহনবাগান, ভবানীপুরে কোচিং করানো শঙ্করলাল চক্রবর্তীকে বেছে নিয়েছে মহমেডান। বড় ধরনের অঘটন না ঘটলে আগামীকাল, বড়দিনে সরকারি ভাবে শঙ্করের নাম ঘোষণা করার কথা মহমেডান কর্তাদের।
আগামী ৯ জানুয়ারি এবারের আই লিগ শুরু হবে কলকাতায়। প্রথম ম্যাচেই মহমেডান খেলবে দিল্লির সুদেবা এফসির বিরুদ্ধে। লিগ শুরুর দশ দিন আগে আই লিগে অংশ নেওয়া প্রত্যেক দলের ফুটবলারদের সুরক্ষা বলয়ে থাকতে হবে। তবে সমস্যায় আছে মহমেডান। শিল্ড খেলার পরেই কোচ সহ ১৪ জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। কিন্তু ঠিক কতজন করোনায় আক্রান্ত বা বর্তমান পরিস্থিতি কেমন-কোনও কিছুই মহমেডান ক্লাব থেকে বলা হচ্ছে না।