কলকাতার মহমেডানে বাংলাদেশের তারকা ফুটবলার জামাল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ভারতের আই লিগ খেলতে আসছেন বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভুঁইয়া। খবরের সত‍্যতা স্বীকার করেছেন মহমেডান ক্লাবের কর্তারাও। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় পৌঁছে যাবেন জামাল।
বাংলাদেশের এই তারকা ফুটবলারের জন্ম হয়েছিল ডেনমার্কের কোপেনগেগেনে। সেই দেশের এফসি কোপেনহেগেন (২০১০-‘১১) ও স্ট‍্যালিয়ন্স এফসি (২০১১-‘১২) এই দুটি ক্লাবে খেলেছিলেন মিডফিল্ডার জামাল। বাংলাদেশের নান্দাইয়ে তাঁর পৈতৃক বাড়ি। ২০১৩’১৪ মরসুমে বাংলাদেশের শেখ জামাল ধানমুন্ডি ক্লাবে সই করেন। তারপর থেকে বাংলাদেশেই থেকে গিয়েছেন তিনি। বর্তমানে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ জামাল।
কলকাতা মহমেডান কর্তারা জামালের সঙ্গে যোগাযোগ করলে তাঁর ক্লাব সাইফ স্পোর্টিং ছাড়তে নারাজ ছিল। মহমেডান কর্তারা তাদের বলেন, জামালকে লোনে মাত্র চার মাসের জন‍্য চাইছেন। ডিসেম্বর থেকে মার্চ। এপ্রিলে ফের বাংলাদেশে ফিরে গিয়ে তাদের লিগ খেলতে কোনও সমস‍্যা হবে না। চুক্তিটি সেই ভাবেই করা হয়েছে।

উল্লেখ্য, অতীতেও বাংলাদেশ থেকে একাধিক ফুটবলার কলকাতা লিগে খেলে গিয়েছেন। এদের মধ‍্যে উল্লেখযোগ্য হল মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, রিজভি করিম রুনি এবং গোলাম গাউস। বাংলাদেশের এই চার ফুটবলার ১৯৯১ সালে ইস্টবেঙ্গলে সই করে খেলতে আসেন। মুন্না, আসলাম, রুনিদের ফুটবল কলকাতার ফুটবল প্রেমিদের মন জয় করেছিল। ভারতের মাটিতে বাংলাদেশের এই তিন ফুটবলার সাফল‍্য পেয়েছিলেন। এবার কলকাতায় এসে মুন্না, আসলাম,রুনিদের কি ছাপিয়ে যেতে পারবেন বাংলাদেশের বর্তমান তারকা ফুটবলার জামাল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here