করোনা প্রতিরোধক টিকা দেওয়ার ব‍্যবস্থা করল সিএবি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৯ এপ্রিল : করোনা আবহে অভিনব উদ‍্যোগ রাজ‍্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবির। বিভিন্ন হাসপাতালে এখন করোনা প্রতিরোধের জন‍্য টিকা দেওয়া হচ্ছে। কিন্তু অনেক জায়গাতেই টিকা পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও লম্বা লাইন পড়ছে। হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষদের। ঠিক সেই সময় সিএবির সঙ্গে যুক্ত সকলে যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন সেই ব‍্যবস্থা করলেন সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়া।

ইতিমধ‍্যে সরকারি ভাবে সিএবির তরফে জানানো হয়েছে,আগামীকাল শুক্রবার ইডেন গার্ডেন্সে হবে সিএবি-র উদ্যোগে টিকাকরণ ক্যাম্প। অ্যাপোলো হাসপাতালের সহায়তায় এই ক্যাম্প হবে। রাজ্য সরকার সিএবিকে সবুজ সংকেত দিয়েছে।
৪৫ বছর বয়সের উর্ধ্বে সিএবির বিভিন্ন কমিটির সদস‍্য, কোচ, আম্পায়ার, স্কোরার, ম্যাচ অবজারভার- এরা প্রত‍্যেকেই করোনা প্রতিরোধক টিকা নিতে পারবেন। পরে ১মে-এর পর থেকে ১৮ বছর বয়সের উর্ধ্বে সিএবি অন্তর্ভুক্ত সকল ক্রিকেটাররাও টিকা নিতে পারবেন।

প্রসঙ্গত, খেলার ময়দানে সিএবি প্রথম সংস্থা যারা প্রথম উদ‍্যোগ নিয়ে সদস‍্য,কোচ, আম্পায়ার, ক্রিকেটারদের টিকা দেওয়ার ব‍্যবস্থা করল। অবশ‍্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা প্রেস ক্লাবও তাদের সদস‍্য সাংবাদিকদের টিকা দেওয়ার ব‍্যবস্থা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here