করোনা আবহেই শুরু হচ্ছে আইপিএল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, চেন্নাই, ৯ এপ্রিল : ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এই অবস্থায় আজ,শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ‍্যা থেকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে ১৪ তম আইপিএল ক্রিকেট সিজন। গতবছর করোনার জন‍্যই আরব-আমির শাহির জৈব-সুরক্ষা বলয়ে হয়েছে জনপ্রিয় আইপিএল। এবার এই আইপিএল দেশে ফিরলেও মাঠ থাকবে দর্শকশূন‍্য। প্রত‍্যেক দলের ক্রিকেটাররা সাত দিন কোয়ারান্টিন পর্ব কাটিয়েছেন। ক্রিকেটার দেবদত্ত পাডিকাল,নীতিশ রানা, অক্ষর প‍্যাটেলের মত অনেকেই করোনা সারিয়ে আইপিএলে খেলতে নামছেন।

এদিকে, বৃহস্পতিবার ওয়াংখেড় স্টেডিয়াম থেকে আইপিএলের ম‍্যাচ সরানোর জন‍্য মুম্বাইয়ের চার্চগেটের বাসিন্দারা মূখ‍্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চিঠি দিলেন। চার্চগেট বাসিন্দাদের আশঙ্কা, যতোই দর্শকশূন‍্য ম‍্যাচ হোক না কেন, ক্রিকেটারদের দেখতে ওয়াংখেড় স্টেডিয়ামের গেটের বাইরে ক্রিকেট ভক্তরা ভিড় করবে। টিম হোটেলের বাইরেও একই ঘটনা ঘটবে। এতে করোনা সংক্রমণ বেশি করে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। উল্লেখ্য, চার্চগেটেই এই ওয়াংখেড় স্টেডিয়াম। তবে করোনার কারণেই এবার কোনও দলই হোম ম‍্যাচের সুবিধা পাচ্ছে না। মাত্র ৬ ভেন্যুতে এবারের আইপিএলের ম‍্যাচ হবে।

এবারের আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইপিএল-র দুই হেভিওয়েট দল, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ অর্থাৎ শুরুতেই মুখোমুখি রোহিত শর্মা ও বিরাট কোহলি। যে ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here