করোনায় মৃত‍্যু আইএফএ-র প্রাক্তন সচিব নন্তু মিত্রর

0

ইনসাইড স্পোটাসের প্রতিবেদন,২১ এপ্রিল : চলে গেলেন ময়দানের দক্ষ ক্রীড়া প্রশাসক অশোক মিত্র। এমনিতেই বার্ধক‍্যজনিত রোগে ভুগছিলেন। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে। কিন্তু শেষ রক্ষা আর হল না। গতকাল রাত তিনটে নাগাদ রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে মৃত‍্যু হয় অশোক মিত্রর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আশোক মিত্র পোষাকী নাম হলেও তিনি ময়দানে বেশি পরিচিত ছিলেন নন্তু মিত্র নামেই। এরিয়ান ক্লাবে দীর্ঘদিন সচিব ছিলেন। ক্লাব প্রশাসনে আসার আগে তিনি ফুটবলও খেলতেন। মোহনবাগানের হয়ে খেলেছিলেন। বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত আইএফএ-এর সচিব ছিলেন নন্তু ওরফে অশোক মিত্র। তাঁর সময় কলকাতায় প্রথম নেহেরু কাপের আসর বসেছিল। ইন্দিরা গান্ধী কলকাতায় এসে নেহেরু কাপের উদ্বোধন করেছিলেন। পরে আইএফএ-এর সহসভাপতিও হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইএফএ-র মেডিক্যাল ইউনিট তিনিই প্রথম শুরু করেছিলেন। ময়দানে নন্তুবাবু একজন সৎ, দক্ষ প্রশাসক হিসেবেই পরিচিত ছিলেন।

তিনি চাকরি করতেন কোল ইন্ডিয়ায়। একটা সময় বহু ফুটবলারকে চাকরি করিয়ে দিয়েছিলেন। সৌরভ গাঙ্গুলির বাবা চন্ডী গাঙ্গুলি এই নন্টু মিত্রর হাত ধরে এরিয়ান ক্লাব থেকে প্রথম সিএবিতে প্রতিনিধিত্ব করেন। শোনা যায় আজকের এরিয়ান ক্লাবের কর্তা সমর পাল উঠে এসছিলেন এই নন্তুবাবুর হাত ধরেই।

অনেক আগেই স্ত্রীর মৃত‍্যু হয়েছিল। একমাত্র কন‍্যাই তাঁর দেখা শোনা করতেন। বাগবাজারের বাড়িতেই থাকতেন। হঠাৎই করোনায় আক্রান্ত হন। ৯২ বছর বয়সে করোনার ধাক্কা আর সহ‍্য করতে পারলেন না। ময়দান হারাল এক ভাল মনের এক কর্তাকে। ময়দানের প্রবীনদের মধ‍্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here