ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৮ ডিসেম্বর : করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি। পরপর দুই বার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌরভকে। তবে তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।
সোমবার সকাল থেকেই শরীরে মৃদু উপসর্গর সঙ্গে শারীরীক অস্বস্তি ছিল বোর্ড প্রেসিডেন্ট সৌরভের। কোনও ঝুঁকি না নিয়ে কোভিড পরীক্ষা করান। প্রথম রিপোর্ট পজিটিভ আসার পর দ্বিতীয়বার ফের কোভিড পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই সৌরভকে হাসপাতালে ভর্তি করানো হয়। একই সঙ্গে সৌরভ পত্নী ডোনা ও কন্যা সানার কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত তিনি হাসপাতালে থাকলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চাইছেন সৌরভ। এমনটাই হাসপাতাল সূত্রের খবর।