করোনায় আক্রান্ত শ‍্যাম থাপা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৭ এপ্রিল : করোনায় আক্রান্ত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন ফুটবলার। সোমবারই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। তারপর মঙ্গলবার ভর্তি হন তিনি।

হাসপাতালের বিছানায় শুয়েই জানান, ‘‘কোনও উপসর্গ ছিল না। তবে খেতে সমস্যা হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কোভিড পরীক্ষার ফল আসতেই আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন খেতে সমস্যা হচ্ছে না। তবে আগে বাড়িতে থাকাকালীন খাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। অস্বস্তি হচ্ছিল। এখন অনেকটাই সুস্থবোধ করছি।”

করোনা থেকে সতর্ক থাকার জন‍্য শ‍্যাম থাপা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন, ‘‘এটা ভাবার কারণ নেই যে করোনা চলে গিয়েছে। তাই মাস্ক পড়ে চলতে হবে, দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমি সবটাই মেনে চলেছি তবে হয়তো কোনও ভাবে আক্রান্ত হয়ে গিয়েছি। তাই সকলকে আরও সতর্ক হতে অনুরোধ করব।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here