করোনার প্রভাব, ৪ জানুয়ারি পযর্ন্ত আই লিগ স্থগিত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবলাররা করোনায় আক্রান্ত হওয়ার কারণে আপাতত আগামী ৪ জানুয়ারি পযর্ন্ত আই লিগ স্থগিত হয়ে গেল। বুধবার ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠকে বসেছিলেন আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব কুশল দাস, আই লিগের সিও সুনন্দ ধর সহ একাধিক সদস‍্য। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩ জানুয়ারি আর একবার ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে। পরের দিন অর্থাৎ ৪ জানুয়ারি ফের বৈঠকে বসবেন সুব্রত দত্ত, কুশল দাসরা। যদি করোনা আক্রান্তর সংখ‍্যা না বাড়ে তাহলে ফের শুরু হবে আই লিগ। আর যদি করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়ে যায় তাহলে কবে লিগ শুরু হবে তা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে আই লিগ কমিটি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই আই লিগে অংশ নেওয়া চারটি দলের আট ফুটবলার ও তিন কর্তার করোনা পজিটিভ হয়। রিয়েল কাশ্মীর দলের ৫ ফুটবলার ও তিন কর্তার করোনা ধরা পড়েছে। একই সঙ্গে মহমেডান,শ্রীনিধি ও আইজলের একজন করে ফুটবলারের করোনা পজিটিভ হয়েছে। তার পর থেকেই আইই লিগের সমস্ত ম‍্যাচ স্থিগত করে দিয়েছে। বুধবারও আই লিগে অংশ নেওয়া ফুটবলারদের করোনা পরীক্ষা করা হয়েছে। আবার ৩ জানুয়ারি পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here