কবাডি সুপার লিগ ঘিরে ময়দানে উন্মাদনা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৬ জুন : বেশ কয়েক বছর ধরে ময়দানের কবাডি তাঁবুতে খেলার চর্চা খুব একটা দেখা যেত না। কিন্তু কয়েক মাস আগে থেকে বাংলার কবাডিতে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।
গত তিন মাসের মধ‍্যে কবাডি স্টেট চ‍্যাম্পিয়নশিপ হয়ে গেছে। তারপরে প্রিমিয়ার লিগ। এখন চলছে সুপার লিগ। দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে এই সুপার লিগে। ফাইনাল হবে আগামী শুক্রবার (১০ জুন)।


অ‍্যামেচার কবাডি সংস্থার সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি বলেন,”গত কয়েক বছর ধরে কবাডি তাঁবুতে সেই ভাবে খেলাই হত না। খোঁজ নিয়ে দেখুন গত তিন মাসে কবাডি খেলাটা কিভাবে শুরু করেছি। আমরা চাই জেলায় জেলায় কবাডির প্রচার ও প্রসার হোক।”

অ‍্যামেচার কবাডি সংস্থার নতুন সচিব পার্থ সারথী গাঙ্গুলি। তিনি আইএফএ-এর সহ সভাপতিও। এই যে সুপার লিগ কবাডি হচ্ছে তার স্পনসর তিনি নিজেই করেছেন। এই ব‍্যাপারে পার্থ সারথী গাঙ্গুলি ‘ইনসাইড স্পোর্টস’কে বলেন,”কবাডিকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই সারা বছর কবাডি তাঁবুতে খেলা হোক। সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। সুপার লিগের পর আমরা অফিস লিগ,জুনিয়র,সাব জুনিয়র লিগ করব। তারপরে স্কুলদের নিয়ে আমন্ত্রণী কবাডি টুর্নামেন্টও করব। “
কবাডি শুরু হল ঠিকই,কিন্তু আপনাদের তো দুই থেকে তিনটি সংস্থা। এক ছাতার তলায় না এলে সুষ্ঠুভাবে এগোবেন কি করে? উত্তরে পার্থ সারথী গাঙ্গুলি বলেন,”এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, আমরা চেষ্টা করছি যাতে রাজ‍্য কবাডি এক ছাতার তলায় আসে। সভাপতি স্বপন ব‍্যানার্জিও খুব চেষ্টা করছেন। আশা করছি সমস‍্যা মিটবে।”

প্রসঙ্গত, এবারের স্টেট চ‍্যাম্পিয়নশিপ কবাডিতে উত্তরবঙ্গের ছেলে-মেয়েদের থাকা ও খাওয়ার ব‍্যবস্থা করেছিল অ‍্যামেচার কবাডি সংস্থা। এদিন সুপার লিগের উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‍্যামেচার কবাডি সংস্থার সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি,সচিব পার্থ সারথী গাঙ্গুলি, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি এবং আইএফএ-এর সহ সচিব রাকেশ (মুন) ঝাঁ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here