কন‍্যাশ্রী কাপে গোলের বন‍্যা, ১৯ গোলে জিতল শ্রীভূমি

0

◆শ্রীভূমির ট্রিপল হ‍্যাটট্রিককারী তুলসী হেমব্রম◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কন‍্যাশ্রী কাপ ফুটবলে গোলের বন‍্যা চলছে। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে শ্রীভূমি ফুটবল ক্লাব ১৯ – ০ গোলে হারাল জে,বি পুর ওমেন ক্লাবকে। শ্রীভূমির হয়ে ৯ টি গোল করে চমকে দিলেন তুলসী হেমব্রম। এদিন ম‍্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা শুরু করে শ্রীভূমি। প্রতিপক্ষ জে,বি পুর ক্লাব শ্রীভূমির সামনে দাঁড়াতেই পারেনি। তুলসী ছাড়াও শ্রীভূমির হয়ে সিঙ্গ মুর্মু ৩টি, মমতা মাহাত,ডলি কুমারি ২টি করে এবং মুগলি হেমব্রম,চম্পা মিস্ত্রি ও মুগলি সোরেন ১টি করে গোল করেছেন।

১৯ – ০ গোলে জেতার পর শ্রীভূমি ফুটবল ক্লাবের মহিলা ফুটবলাররা।

শ্রীভূমির পাশাপাশি দমদমের অমল দত্ত স্টেডিয়ামে চাঁদনি স্পোর্টিং ক্লাবও বড় ব‍্যবধানে জিতল। চাঁদনি ১১ – ০ গোলে হারাল অখিল ভারতীয় এভিপিকে। চাঁদনির হয়ে সুপর্ণা বিশ্বাস ৪টি, সংযুক্তা রাউত ও কোয়েল মজুমদার ৩টি করে এবং রিমি পাল একটি গোল করেছেন।

বিধাননগরের মাঠে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ৯ – ০ গোলে বেহালা ঐক‍্যসম্মিলনীকে। এদিন, দীপ্তি সংঘ ৬ – ০ গোলে হারাল কলকাতা ইউনিয়নকে। আদিবাসী ইউনাইটেড ৩ – ১ গোলে হারাল বালি গ্রামাঞ্জলকে। ইনভেনশন এফসি ৬ – ১ গোলে হারায় সেবায়নী সোসালকে। মানিক এফসি ২ – ০ গোলে হারায় ইয়ুথ ফুটবল ক্লাবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here