ওয়েডের পরপর তিন ছক্কা,রুদ্ধশ্বাস ম‍্যাচে পাকিস্তানের হার,ফাইনালে অস্ট্রেলিয়া

0

পাকিস্তান: ১৭৬-৪ (রিজওয়ান ৬৭, ফকর জামান ৫৫) অস্ট্রেলিয়া: ১৭৭-৫ (ওয়েড ৪১, স্টোয়নিস ৪০*)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : স্কোর বোর্ডে তখন জ্বলজ্বল করছে অজি বাহিনীর প্রয়োজনীয় রানের সংখ‍্যা – ১২ বলে ২২ রান দরকার। হাতে পাঁচ উইকেট। ম‍্যাচ তখনও পাকিস্তানের দখলে। বল হাতে বাঁ হাতি বোলার শাহিন আফ্রিদি। কিন্তু কে জানতো,এই ১৯ তম ওভারেই খেলা শেষ হয়ে যাবে! সবাইকে অবাক করে দিয়ে ১৯ তম ওভারের শেষ তিন বলে পর পর তিনটি ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিলেন ম‍্যাথ‍ু ওয়েড। এমন পরিণতি হবে তা মনে হয় পাকিস্তানের ক্রিকেটাররা ভাবতেই পারেননি। দূঃস্বপ্নের সন্ধ‍্যা হয়ে থাকল শাহিন আফ্রির কাছে। ম‍্যাথ‍্যু ওয়েড ১৭ বলে ৪১ রান করেন। তাঁর সঙ্গী মার্কাস স্টোইনিস ৩১ বলে ৪০ রান করেন। অস্ট্রেলিয়া জিতল ৫ উইকেটে।

বৃহস্পতিবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পাক অধিনায়ক বাবর আজম ও রিজওয়ান জুটি ৭১ রান জোড়েন। আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন রিজওয়ান (৬৭) ও বাবর আজম (৩৯) জুটি। একটা সময় মনে হচ্ছিল ২০০ রান করে ফেলবে। কিন্তু শেষ দিকে ব‍্যর্থ হয় পাকিস্তান ব‍্যাটসম‍্যানরা।

পাকিস্তানকে ব‍্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব‍্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাকিস্তান। পাকিস্তান ১৭৬ রানে পৌঁছয় ফকর জামানের জন্য। ৩২ বলে ৫৫ রানে অপরাজিত থেকে যান। মেরেছেন তিনটি চার ও চারটি বিশাল ছক্কা।
জবাবে অস্ট্রেলিয়াও ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। একটা সময় আফ্রিদির বলে ওয়েডের সহজ ক্যাচ ফেলে দিলেন হাসান আলি! ওই ক্যাচ ধরলে ম্যাচের রং বদলেও যেতে পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here