ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শুধু জয় নয়, দাপটের সঙ্গে ফুটবল খেলে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে এবারের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। ৩৬ মিনিটে বুমোস এবং ৫৬ মিনিটে পেত্রাতোস একটি করে গোল করেন। আগামী ৯ মার্চ সেমিফাইনালে এটিকে মোহনবাগান খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে।
এদিন যুবভারতীতে ম্যাচের প্রথম থেকেই বল দখলে রেখে খেলে গিয়েছে ফেরান্দোর ছেলেরা। ওড়িশা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এদিকে, ম্যাচের শেষে এটিকে মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন “আমরা ৯ মার্চ জিতে ফাইনালে ওঠার চেষ্টা করব।” পরে তাঁকে প্রশ্ন করা হয়, মোহনবাগান জনতার প্রশ্ন, মোহনবাগানের আগে এটিকে নামটা কবে উঠবে? জবাবে গোয়েঙ্কা কোনও উত্তর দেননি। শুধু নিজের কাঁধ ছাঁকিয়ে চলে গেলেন।