ওমিক্রনের আতঙ্কে ভারতের দঃআফ্রিকা সফর পিছিয়ে গেল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ ডিসেম্বর,কলকাতা : ওমিক্রনের আতঙ্কে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে গেল। ২৬ ডিসেম্বর সিরিজ শুরু হবে। কলকাতায় বিসিসিআইয়ের এজিমে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার পর আতঙ্ক শুরু হয়েছে ওমিক্রন নিয়ে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অনেকেই। তাই কদিন আগেই আশঙ্কা করা হচ্ছিল যে,সফর পিছিয়ে যাবে। শনিবার তাতেই পড়ল সিলমোহর। ওমিক্রন আতঙ্কে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে কাটছাঁট করার কথা ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বিরাট কোহলিদের। ৮ ডিসেম্বর মুম্বই থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা ছিল দলের। ১৭ ডিসেম্বর ছিল প্রথম ম্যাচ।

আজহার,সৌরভের সঙ্গে অভিষেক ডালমিয়া, শনিবার বিসিসিআইয়ের এজিমে

পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা বোর্ড কর্তাদের সঙ্গে কথাও হয়েছে বিসিসিআইয়ের। যেখানে বক্সিং ডে টেস্ট দিয়ে সফর শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। জয় শাহ নিশ্চিত করে দিলেন, টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা যাবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজ পরে হবে।
তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। ১৭ ডিসেম্বরের বদলে ২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে থেকেই শুরু হবে টেস্ট সিরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here