ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ১ জানুয়ারি : অবশেষে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন ব্রাইট এনবাখারে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলফ ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে ব্রাইট এনেবাখারে স্কটিশ
প্রিমিয়ার লিগের ক্লাবেও খেলেছেন ।
নাইজেরিয়ার যুব দলের স্ট্রাইকার ব্রাইটকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দলে নেওয়া হয়েছিল। তারপর কোয়ারানটিন পর্ব শেষ করে চলতি মাসে মাঠে নামছেন তিনি। ” ভারতের অন্যতম বড় এই ক্লাব আমাকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে প্রমাণ করতে চাই। লিগ চলছে। আমি দলে দ্রুত জায়গা করে নিতে চাই। আশাকরি দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নিজের সেরাটাই দিতে পারব।”
ইস্টবেঙ্গলে ব্রাইট সই করায় কোচ রবি ফাওলার খুশি। তিনি জানিয়েছেন, “ব্রাইট সই করায় আমি খুশি। ওর সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। আমি তাঁকে দলের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং লক্ষ্যের কথা বলেছি। আমরা ব্রাইটকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভাল কিছুই হবে।”
আগামী রবিবার (৩ জানুয়ারি ) ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আইএসএলে লাল হলুদের সবচেয়ে বড় সমস্যা ছিল পজিটিভ স্ট্রাইকারে অভাব। এবার ব্রাইটকে দিয়ে গোল সমস্যা মেটার অপেক্ষায় কোচ রবি ফাউলার।