এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১ জানুয়ারি : গত কয়েক দিন ধরে অপসারিত কোচ দিয়াজের পরিবর্ত হিসেবে কাজ করছলেন রেনেডি সিং। শনিবার দুপুরে নতুন কোচের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। নতুন কোচ স্পেনের মারিও রিভেরা।

এর আগে কোয়েসের সময় ২০১৮ সালে আলেসান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে লাল-হলুদে এসেছিলেন। লাল-হলুদের বিনিয়োগকারী থাকাকালীন আলেসান্দ্রো মেনেন্দেসের সহকারী হিসেবে ৩২টি ম্যাচে কাজ করেছেন মারিও রিভেরা।
নতুন কোচের ভিসা হয়ে গিয়েছে। গোয়ায় পৌঁছে যাবেন। তবে এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ। কারণ আইএসএলের নিয়ম মেনে তাঁকে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে। ততদিন রেনেডিই কোচিং করাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here