ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ সেপ্টেম্বর : আইএসএলের মরসুম শুরু হওয়ার আগেই এসসি ইস্টবেঙ্গলের কোচ বদল। রবি ফাউলারের পরিবর্তে নতুন কোচ নিয়োগ করা হল স্পেনের ম্যানুয়েল দিয়াজকে। আজ, এসসি ইস্টবেঙ্গল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উভয় পক্ষর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ কুড়ি বছরের কোচিং অভিজ্ঞতা আছে নতুন কোচ ম্যানুয়েলের। এমনটাই দাবি এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। রিয়াল মাদ্রিদের সব থেকে কম বয়সীদের দলে কোচ ছিলেন চার বছর। পরে কিছুদিন মেক্সিকোয় কাটিয়ে ফের দেশে ফেরেন। দেশে ফেরার পরেই রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের কোচের দায়িত্ব পান। তারও পরে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচ হন। ২০১৭ সালে যুব দলের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তিনি রিয়াল মাদ্রিদের কাস্টিলায় কোচিং করিয়েছেন।
এসসি ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর এক বিবৃতি দিতে গিয়ে ম্যানুয়েল বলেছেন,”মাদ্রিদে আমরা একটাই কথা বলে থাকি, জেতা আমাদের ডিএনএ-তে আছে। আমরা সবসময় বড় দলে কোচিং করানোর চাপ এবং প্রত্যাশা নিতে ভালবাসি। এখন সময় কম এবং রাস্তাও অনেক লম্বা ও কঠিন। তবে এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আমরা আমাদের সেরাটা দেব।”
কদিন আগেও এসসি ইস্টবেঙ্গল কর্তাদের ফুটবলারদের তালিকা নিয়ে এই বছরের আইএসএলের জন্য দল গড়তে নেমে পড়েছিলেন। তাহলে হঠাৎ কেন সরে গেলেন কোচ রবি ফাউলার?