এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে কন‍্যাশ্রী জিতল এসএসবি

0


এসএসবি – ২

এসসি ইস্টবেঙ্গল -০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা, ৩০ ডিসেম্বর : প্রত‍্যাশা মতোই কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল এসএসবি ওমেন্স ফুটবল ক্লাব । বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কন‍্যাশ্রী কাপের ফাইনালে এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এসএসবি। গোলআতা অনিবালা দেবী এবং সুমিলা চানু।
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু ।

ধারে ভারে এই টুর্নামেন্টে এগিয়ে ছিল চ‍্যাম্পিয়ন দল। ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজ তাদের। প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় এসএসবি দলকে এগিয়ে দেন অনিবালা দেবী। ইস্টবেঙ্গল খেলার গতির বিপরীতে গোল করার মতো সুযোগ তারা তৈরি করলেও তা প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে পারেনি।


বিরতির পর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল । একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলমুখে ব্যর্থতা তাদের সমতায় ফিরতে দেয়নি । ম্যাচের ৯১ মিনিটে এসএসবি-র পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুমিলা চানু। যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এসএসবি।
এদিন আইএফএর পক্ষ থেকে লজেন্স বিক্রেতা যমুনা দেবীকে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here