ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এসসি ইস্টবেঙ্গলকে কড়া বার্তা দিলেন আইএসএলের আয়োজক এফএসডিএল কর্তরা। বুধবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতি দ্রুত নিজেদের সমস্যা মিটিয়ে নিতে হবে। আর সমস্যা না মিটলে এবারে ইস্টবেঙ্গলকে বাদ রেখেই আইএসএল করতে হবে। সেক্ষেত্রে দশটা দল নিয়ে আইএসএল করতে চান এফএসডিএল।
প্রসঙ্গত, বুধবার বিকেল চারটের সময় আইএসএলে খেলা ক্লাব কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন এফএসডিএল কর্তারা। প্রথমে ঠিক ছিল, এফএস
এসডিএলের ভার্চুয়ার বৈঠকে বাঙ্গুর গোষ্ঠীর কেউ অংশগ্রহণ করবে কেন? কিন্তু শেষ মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার বৈঠকে । তিনি জানিয়েছেন?এফএসডিলের এক কর্তার অনুরোধেই বৈঠকে যোগ দিয়েছিলাম। আইএসএল আদৌ খেলতে পারব কিনা জানিনা। তবে আমাদের পুরো বক্তব্য জানিয়ে দিয়েছি। এফএসডিএল ও কড়া ভাষায় জানিয়ে দিয়েছে,অতি দ্রুত সমস্যা মিটিয়ে নিতে হবে। সমস্যা না মেটালে ইস্টবেঙ্গলকে বাদ দিয়েই ১০ দল নিয়ে আইএসএল করা হবে।
এদিকে,এবছরও গোয়ায় আইএসএল হওয়ার সম্ভাবনা আছে।