এশিয়ান গেমসে সহকারী শেফ দ‍্য মিশন স্বপন ব‍্যানার্জি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার ক্রীড়া জগতে নতুন পালক। বাংলাকে গর্বিত করলেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি। আসন্ন এশিয়ান গেমসের সহকারী শেফ দ্য মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন ময়দানের অতি পরিচিত ক্রীড়া প্রশাসক বাবুন ওরফে স্বপন ব‍্যানার্জি। ইন্ডিয়ান অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দরষবাত্রা সরকারি ভাবে তা মেল করে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই খুশি স্বপন ব‍্যানার্জি। তিনি জানান,”এশিয়ান গেমসে আমাকে সহকারী শেফ দ‍্য মিশন পদ দেওয়ায় খুশি হয়েছি। যে কোনও বাঙালির কাছেই বিরাট সম্মান। এই পদের মর্যাদা রেখেই কাজ করব।”

প্রসঙ্গত, শেফ দ্য মিশন হিসেবে নিয়োগ করা হয়েছে ভারতের উশু সংস্থার সভাপতি ভূপেন্দ্র সিংহ বাজওয়াকে। অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় প্রত্যেক দেশের সঙ্গেই যুক্ত থাকেন একজন শেফ দ্য মিশন ও সহকারী শেফ দ‍্য মিশন। যারা নিজেদের দেশের প্রতিযোগীদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। বাংলা থেকে এ বার সেই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে স্বপনবাবুকে। এই বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংঝৌ শহরে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। গত বারের এশিয়ান গেমসে ১৫টি সোনা-সহ মোট ৬৯টি পদক জিতে অষ্টম স্থানে শেষ করেছিল ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here