ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় ভবানীপুর ক্লাবের। বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ ডিভিশনের খেলায় ক্যালকাটা কাস্টমসকে ২-১ গোলে হারাল ভবানীপুর ক্লাব। ম্যাচের ২৩ মিনিটের মাথায় রবি হাঁসদা গোল করে কাস্টমসকে এগিয়ে দেন। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাস্টমস। ৪৭ মিনিটে ক্রিজো গোল করে ভবানীপুরকে সমতায় ফেরান। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ভবানীপুরের প্লাজা জয়সূচক গোলটি করেন। অন্যদিকে এরিয়ান ক্লাব ৪-১ গোলে হারাল পিয়ারলেসকে। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় এরিয়ান। ম্যাচের ৮,১১ও ১৬ মিনিটে এরিয়ানের হয়ে গোল করেন অমরনাথ বাস্কে, অভিজিৎ প্রধান ও অ্যারিস্টাইড। এই বিদেশি ফুটবলার ৭৮ মিনিটে আরও একটি গোল করেন। পিয়ারলেসের একমাত্র গোলদাতা জুমা বালিমিয়া। টালিগঞ্জ অগ্রগামীকে ১-০ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ৬৬ মিনিটে খিদিরপুরের লুইস জয় সূচক গোলটি করেন।
ইউনাইটেড স্পোর্টস ও বিএসএস ম্যাচ গোল শূন্যভাবে শেষ হয়। রেলওয়ে এফসি ও সাদার্ন সমিতি ১-১ গোলে ম্যাচ শেষ হয়। অন্যদিকে প্রথম ডিভিশনের ম্যাচে ডালহৌসি ১-০ গোলে হারায় ক্যালকাটা পুলিশ ক্লাবকে।