এমব‍্যাপের দুরন্ত জোড়া গোল, অনায়াসে শেষ আটে ফ্রান্স

0

ফ্রান্স: ৩ (অলিভিয়ের জিহু, এমব‍্যাপে-২)
পোল্যান্ড: ১ (লিওনডস্কি)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নিজে গোল করাচ্ছেন আবার বিশ্বমানের গোলও নিজে করছেন। এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছেন এমব‍্যাপি। তাঁর দুরন্ত ফুটবল দিয়েই বিশ্বফুটবলে যেন ‘ফরাসি বিপ্লব’ শুরু হয়ে গিয়েছে। রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে পোল‍্যান্ডকে অনায়াসে হারিয়ে (৩-১) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। এমব‍্যাপে দুটি ও অলিভিয়ের জিরু একটি গোল করেন। আর পোল‍্যান্ডের একমাত্র গোলদাতা লিওনডস্কি।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ফ্রান্স। অন‍্যদিকে পোল‍্যান্ড রক্ষনাত্মক ফুটবলের উপর বেশি নির্ভর করে খেলে গেল। কিন্তু রক্ষণাত্মক ফুটবল খেলেও ম‍্যাচ বাঁচাতে পারেননি লিওনডস্কিরা। প্রথম থেকে ঘন ঘন ফ্রান্সের আক্রমণ এদিনের ফুটবল ম‍্যাচ অন‍্য মাত্রায় পৌঁছে গিয়েছিল।

প্রথমার্ধের শেষ দিকে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিহু। বক্সের মধ‍্যে জিহুকে দুরন্ত পাস দেন এমব‍্যাপে। সেই পাস ধরে বাঁ পায়ের শটে পোল‍্যান্ডের গোলরক্ষক শেজনিকে পরাস্ত করে দলের প্রথম গোলটি করেন জিহু।

ম‍্যাচে দু একটি গোলের সুযোগ তৈরি করেও গোল করতে না পারলেও ৭৭ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এমব‍্যাপে। জিহুর বল বাড়ান ডেম্পেলকে। ডেম্পেলের ক্রশ ধরে নিখুঁত ভাবে ডান পায়ের জোড়ালো শটে গোল করে ফ্রান্সকে ৩-০ গোলে এগিয়ে দেন এমব‍্যাপে। ম‍্যাচের শেষ দিকে আবার জ্বলে উঠলেন ২৩ বছরের ফরাসি ফুটবলারটি। দুরপাল্লার শটে বিশ্বমানের গোল করেন এমব‍্যাপে। পরে ম‍্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব‍্যবধান কমান লিওনডস্কি। ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল পোল‍্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here