এবার কোলাডোর বকেয়া মেটাতে চিঠি, ক্রমশ চাপ বাড়ছে ইস্টবেঙ্গলে

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবলারদের বকেয়া মেটানোর ঘটনায় ইস্টবেঙ্গলে চাপ বেড়েই চলেছে। এবার কোলাডোর বকেয়া মেটাতে চিঠি এল ইস্টবেঙ্গল ক্লাবে। এই বকেয়া টাকার পরিমান প্রায় ৬০ লক্ষ টাকা। যদিও বুধবার সন্ধ‍্যা পযর্ন্ত ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়, কোলাডোর বকেয়া মেটানোর কোনও চিঠি হাতে আসেনি। কিন্তু এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বলেছেন, “কোলাডোর তরফে একটি চিঠি আমাদের কাছে পৌঁছেছিল। আমরা সেই চিঠি ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়ে দিয়েছি। চিঠির বিষয়বস্তু অবশ্যই বকেয়া আদায় সংক্রান্ত।”

অ্যাকোস্টা, কোলাডোর বকেয়ার দাবি সংক্রান্ত চিঠিতে লাল হলুদ শিবিরের সমস্যা শেষ হচ্ছে না । আরও একাধিক ফুটবলারের বকেয়া চেয়ে চিঠি আসতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবে। তালিকায় স্প্যানিশ ফিজিও কার্লোস নোদারের নামও রয়েছে । তাই ইস্টবেঙ্গলের বকেয়া বিতর্কের চাপ ক্রমশ বেড়েই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here